বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সিদ্ধান্ত সাকিবকেই নিতে হবে

ক্রীড়া প্রতিবেদক

সাকিব আল হাসানের হাতে অস্ত্রোপচার এশিয়া কাপের আগে না পরে করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল তিনি বলেন, ‘যদি হাতে ব্যথা থাকে, তাহলে তো  খেলতেই পারবে না। কিন্তু যদি পরে করার সুযোগ থাকে (অস্ত্রোপচার) তাহলে আমরা অবশ্যই চাইব যে জিম্বাবুয়ে সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজের সময় করলে ভালো হয় দলের জন্য। পুরোটাই নির্ভর করছে ফিজিও, ডাক্তার ও সাকিবের উপর।’ বোর্ড সভাপতি বলেন, ‘সাকিব যাওয়ার আগে আমাকে ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল, কি করবে। আমি ওকে বলেছি, ‘তোমার যদি হাতে ব্যথা থাকে আর যদি মনে কর এভাবে খেললে সমস্যা হবে, তাহলে অপারেশন করে ফেল।’ ঠিক এই কথাই বলেছি তাকে। এটাও বলেছি, ‘তুমি যদি মনে কর এশিয়া কাপে  খেলা সম্ভব তাহলে এশিয়া কাপের পরে কর, দলের জন্য ভালো হবে। সিদ্ধান্ত তোমার উপর।’ বেশ কিছুদিন থেকেই আঙুলের ব্যথা নিয়ে খেলেছেন সাকিব। ব্যথা বেশি হলে ইনজেকশন দিচ্ছেন। এই ব্যথা থেকে পুরোপুরি মুক্তি পেতে অস্ত্রোপচারের বিকল্প নেই। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফিরে সাকিব বলেছিলেন, যত দ্রুত সম্ভব করে  ফেলতে চান অস্ত্রোপচার। সেক্ষেত্রে আগামী মাসের এশিয়া কাপে  খেলা হবে না তার। তখন বোর্ড সভাপতি বলেছিলেন তিনি সাকিবকে অনুরোধ করবেন যাতে ইনজেকশন নিয়ে হলেও এশিয়া কাপ খেলতে।

সর্বশেষ খবর