শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শিরোপার কাছাকাছি মারিয়ারা

রাশেদুর রহমান

শিরোপার কাছাকাছি মারিয়ারা

আবারও গোল। স্বাগতিক ভুটানকেও গোল বন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ফাইনালে জায়গা করে নিল। কাল শিরোপা ধরে রাখতে কিশোরীরা লড়বে ভারতের বিপক্ষে —বাফুফে

গত ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। ফাইনালে একমাত্র গোলটা করেছিলেন শামসুন্নাহার। গত আসরের পুনরাবৃত্তিই কি হতে যাচ্ছে এবারও। ভুটানের মাটিতে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও ভারত। গতকাল দিনের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে ভারত। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ৫-০ গোলে হারিয়েছে স্বাগতিক ভুটানকে। আগামীকাল থিম্পুর চাঙলিমিঠাঙ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

ভুটানের উদ্দেশ্যে যাত্রা করার আগেই বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্ডা বলেছিলেন, ‘আমরা বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে যাচ্ছি। এবারও শিরোপা জিতেই বাড়ি ফিরতে চাই।’ মারিয়া মান্ডার সেই দাবি এবার প্রমাণ করার পালা। সেমিফাইনালে ভুটানকে হারিয়ে সেই দাবি এরই মধ্যে অনেকটা প্রমাণ করেছে বাংলাদেশ দল। গতকাল স্বাগতিক ভুটানের বিপক্ষে খেলতে নেমে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন মারিয়া মান্ডারা। গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের দুরন্তপনার সামনে ভুটান মোটেও দাঁড়াতে পারেনি। ম্যাচের শুরু থেকেই ভুটানের গোলবারে বাংলাদেশের মেয়েরা দুর্দান্ত আক্রমণ করতে থাকে। ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোল করেন অনাই মগিনি। এগিয়ে যাওয়ার পর আর পেছনে তাকাতে হয়নি বাংলাদেশকে। অঙচিঙ মগিনি গোল করেন ৩৮ মিনিটে। প্রথমার্ধের শেষদিকে আরও একটি গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তহুরা খাতুন। টুর্নামেন্টে এ নিয়ে চতুর্থ গোল করলেন তহুরা। চারটি গোল করেছেন শামসুন্নাহার এবং ভারতের সিলকি দেবী। দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত ফুটবল খেলে বাংলাদেশ। বেশ কয়েকটা সুযোগ তৈরি করে তারা। অধিনায়ক মারিয়া মান্ডা ৬৯ মিনিটে গোল করে ব্যবধান ৪-০ করেন। এরপর ৮৬ মিনিটে গোল করেন সাজেদা খাতুন। ৫-০ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের জার্সিধারী মেয়েরা। ছেলেদের ফুটবলে চরম হতাশা। ব্যর্থতার পর ব্যর্থতার সমুদ্রে ডুবে যাচ্ছে তারা। অন্যদিকে বিজয়ের নৌকা ছুটিয়েই চলেছে মেয়েরা। অনূর্ধ্ব-১৫ দল এবারের আসরে তিন ম্যাচে গোল করল ২২টি! পাশাপাশি অক্ষত রেখেছে নিজেদের গোলবার। এমন দুর্দান্ত এক দল গড়ে তুলেছেন গোলাম রব্বানী ছোটন, যারা পেছন ফিরে তাকাতে রাজি নয়। মেয়েদের এ জয়যাত্রা কতদিন চলবে কে জানে! তবে এক নতুন আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন মারিয়া মান্ডারা। ছেলেদের আগে মেয়েরাই বিশ্বকাপের মহামঞ্চে পৌঁছে যাবে, এমন স্বপ্ন এখন অনেকের মনেই বড় আকার ধারণ করছে। এদিকে দিনের প্রথম সেমিফাইনালে ভারতকে জয় উপহার দিয়েছেন লিন্ডা কোম এবং ক্রিটিনা দেবী। লিন্ডার ৩১ মিনিটের গোলে এগিয়ে যায় ভারত। এরপর নেপালকে সমতায় ফেরান রজনী ঠোকর। তিনি ৩৭ মিনিটে গোল করেন। ভারতের পক্ষে জয়সূচক গোল করেন ক্রিটিনা দেবী। নেপালকে গ্রুপ পর্বের ম্যাচে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দেখা যাক, এবার ভারতের বিপক্ষে ফাইনালে কী করেন মারিয়া মান্ডারা! একদিকে ভারতের সামনে প্রতিশোধের মিশন, অন্যদিকে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্য মারিয়াদের। তবে এখনো পর্যন্ত বাংলাদেশই এগিয়ে আছে সবদিক থেকে। বিশেষ করে গ্রুপ পর্বে ভারত যেখানে ভুটানের বিপক্ষে জিতেছে মাত্র ১-০ গোলে সেখানে বাংলাদেশ সেমিফাইনালে জিতল ৫-০ ব্যবধানে। এই পার্থক্যটা ফাইনালেও বড় প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ খবর