শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জয় হাতছাড়া বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

জয় হাতছাড়া বাংলাদেশের

শেষ বেলায় গোল খাওয়ার বহু রেকর্ডস আছে বাংলাদেশের। শুধু তাই নয়, শেষ মুহূর্তে গোল হজম করে জেতা ম্যাচ হাতছাড়া করে বেদনায় নীল হওয়ার ইতিহাসও অনেক। শেষ মুহূর্তে স্বপ্ন ভঙ্গ বছর বছর তাড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশকে। স্বপ্ন ভঙ্গের বেদনায় নীল হওয়ার পুনরাবৃত্তি হলো জাকার্তা এশিয়ান গেমসেও। জেতা ম্যাচ শেষ মুহূর্তে হাতছাড়া হলো। এগিয়ে থেকেও ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ। গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার ভুলে থাইল্যান্ড অলিম্পিক দলের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩। জাকার্তা গেমসে নিজেদের প্রথম ম্যাচে জেমি ডে-এর শিষ্যরা ০-৩ গোলে হেরেছিল উজবেকিস্তানের কাছে। গ্রুপের শেষ ম্যাচ ১৯ আগস্ট, প্রতিপক্ষ ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক কাতার। গ্রুপের শীর্ষ দুই দল খেলবে পরের রাউন্ডে। এশিয়ান গেমসে বাংলাদেশের অভিষেক ১৯৭৮ সালে। ব্যাংকক গেমসে প্রথমবার বাজিমাত করতে পারেনি বাংলাদেশ। ১৯৮২ সালে দিল্লি এশিয়াডে প্রথম জয়ের মুখ দেখে মালয়েশিয়ার বিপক্ষে। এরপর নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে আরও দুটি জয় রয়েছে। কিন্তু থাইল্যান্ডের বিপক্ষে এই প্রথম খেলল গেমসে। এক সময় থাইল্যান্ডের বিপক্ষে লড়াই হতো সমানে সমানে। বিশ্বকাপ বাছাইপর্বে ঢাকায় দুই দুটি জয় আছে থাইল্যান্ডের বিপক্ষে। ১৯৮৫ সালে ১-০ গোলে এবং ১৯৮৯ সালে ৩-১ গোলে জয় দুটিই দেশটির বিপক্ষে বাংলাদেশের এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য। দুই দেশের জাতীয় দলের ১৪ মুখোমুখির সর্বশেষটির লড়াই ছিল একপেশে। ৪-০ গোলে হেরেছিল বেঙ্গল টাইগাররা। তারপরও জেমি ডে স্বপ্ন দেখেছেন থাইল্যান্ডের বিপক্ষে জয় কিংবা ড্রয়ের।

গতকাল থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নেমেছিল প্রথম ম্যাচে হারের ধাক্কা নিয়ে। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান অলিম্পিক দলের গতি, স্কিলের সঙ্গে পেড়ে উঠেননি জামাল, সুফিলরা। হেরে যায়। র‌্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্য অনেক হলেও থাই অলিম্পিক দলের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখেন কোচ জেমি ডে। বাংলাদেশ ১৯৪ এবং থাইল্যান্ড ১২২। এশিয়ার শীর্ষ সারির দেশ থাইল্যান্ড। সেই দলের বিপক্ষে গতকাল এগিয়ে যায় বাংলাদেশ। এক পর্যায়ে জয় নিয়ে মাঠ ছাড়ার মতো অবস্থাও তৈরি হয়। কিন্তু গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার ভুলে সেটা ভেস্তে যায়। সমতা ফেরানোর জন্য মরিয়া থাই ফুটবলাররা অল আউট ফুটবল খেলতে থাকে। এরমধ্যে ৮০ মিনিটে ডি বক্সের ডান প্রান্ত থেকে ভেসে আসা বল গ্রিপ করতে ব্যর্থ হন রানা। বলটি তিনি গ্রিপ না করে ফিস্ট করতে পারতেন। কিন্তু সেটা করতে ব্যর্থ হলে বল পেয়ে যান একজন থাই ফুটবলার। বলটি ধরে তিনি ফাঁকায় দাঁড়ানো চাইডেড সুপাচাইকে বাড়িয়ে দেন। সুপাচাই কালবিলম্ব না করে বাঁ পায়ের সোয়ার্ভিং শটে গোল করে সমতা আনেন।  এর আগে ৫২ মিনিটে সুপিলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু জয় আর ধরে রাখতে পারল না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর