শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

চলে গেলেন অজিত ওয়াদেকার

ক্রীড়া ডেস্ক

চলে গেলেন অজিত ওয়াদেকার

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অজিত ওয়াদেকার। দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। অবশেষে ৭৭ বছর বয়সে চিরতরে চলে গেলেন। ওয়াদেকারই ছিলেন ভারতের প্রথম অধিনায়ক যার অধীনে ভারত প্রথমবারের মতো ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতেছিল। ভারতের হয়ে তিনি ৩৭ ম্যাচে ৩১.০৭ গড়ে ২১১৩ রান করেছেন। তার একমাত্র টেস্ট সেঞ্চুরিটি ছিল ১৯৬৮ সালের ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওয়াদেকারের শতকেই ওই ম্যাচে জিতেছিল ভারত। ওই সফরে সিরিজ ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। দেশের বাইরে এশিয়ার কোনো দেশের প্রথম সিরিজ জয় সেটি। ওয়াদেকার একই বছর অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলেছেন ৯৯ রানের আরেকটি অসাধারণ ইনিংস। ১৯৬৭ সালে ইংল্যান্ডের লিডসে ওয়াদেকারের ৯১ রানের ইনিংসটি আলাদা করে মনে রাখবে ভারতীয়রা। যে ম্যাচে ফলোঅনে পড়ার পরও দ্বিতীয় ইনিংসে ৫১০ রান করেছিল ভারত। ওই ম্যাচে অধিনায়ক মনসুর আলী খান পতৌদি করেছিলেন ১৪৮ রান। ওয়াদেকারের নেতৃত্বে ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম সিরিজ জেতে ভারত। গ্যারি সোবার্সের দলকে পোর্ট অব স্পেনে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। ওই সিরিজটি ছিল ৫ ম্যাচের। একটি মাত্র ম্যাচেই ফলাফল হয়েছে। বাকি চার ম্যাচই ড্র হয়েছিল। শেষ পর্যন্ত ওয়াদেকারের ভারত সিরিজ জিতেছিল ১-০তে। একই বছর আগস্টে ওয়াদেকারের নেতৃত্বে ইংল্যান্ডে গিয়ে সিরিজ জেতে ভারত। তিন ম্যাচ সিরিজে লর্ডস ও ম্যানচেস্টার টেস্ট ড্র হওয়ার পর ওভালে জিতে যায় ভারত। বিদেশের মাটিতে পর পর দুটি সিরিজ জয়ই ওয়াদেকারকে অধিনায়ক হিসেবে বিরল সম্মান এনে দিয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর