শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

উয়েফা সুপার কাপ অ্যাথলেটিকোর

ক্রীড়া ডেস্ক

নগর প্রতিপক্ষ। তাই প্রতিদ্বন্দ্বিতাও বেশি। রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ-স্পেনিশ ক্লাবের দুই প্রতিষ্ঠিত ক্লাব। যদিও সাফল্যে অ্যাথলেটিকোর চেয়ে যোজন যোজন এগিয়ে রিয়াল। তারপরও বিগত গত কয়েক বছর ধরে দুই দলের লড়াই আলাদা উত্তাপ ছড়াচ্ছে স্পেনিশ ফুটবলে। পরশু রাতে ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে আন্তোয়ান গ্রিজম্যানের অ্যাথলেটিকো মাদ্রিদ। শিরোপা জিতে দিয়াগো সিমিওনের দলটি মৌসুম শুরু করেছে। প্রতিযোগিতার দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন স্প্যানিশ জাতীয় দলের স্ট্রাইকার দিয়াগো কস্তা। ৫০ মিনিটে গোলটি করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত কস্তা। আগের রেকর্ডটি ছিল ২০১৫ সালে বার্সেলোনার বিপক্ষে তৃতীয় মিনিটে এভার বানেগার। অ্যাথলেটিকোর পক্ষে গোলগুলো করেন কস্তা ২টি, সাউল নিগেস ও কোক এবং রিয়ালের পক্ষে গোল দুটি করেন করিম বেনজামা ও সার্জিও র‌্যামোস।

সর্বশেষ খবর