শিরোনাম
শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শোকাচ্ছন্ন পরিবেশে অভিষেকের অপেক্ষায় রোনালদো

ক্রীড়া ডেস্ক

গোটা ইতালি অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেকের। শুধু ইতালি নয়, ফুটবল বিশ্বের চোখ ইতালির দিকে, জুভেন্টাসের জার্সিতে কখন মাঠে নামবেন সি আর সেভেন। আজ সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার জুভেন্টাসের জার্সি গায়ে মাঠ মাতাতে নামছেন। কিন্তু তার অভিষেক হচ্ছে শোকাবহ এক পরিবেশে। দিন কয়েক আগে জেনোয়ায় সেতু ভেঙে ৩৯ জনের সলিল সমাধি হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় পুরো ইতালি এখন শোকের চাদরে ঢাকা। এমন ভারী পরিবেশেই সিরি-এতে অভিষেক হচ্ছে রোনালদোর।  

মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ও স্প্যানিশ লা লিগা। আজ শুরু হচ্ছে সিরিএ। ফুটবলপ্রেমীরা যখন সিরিএ নিয়ে অধীর অপেক্ষায়, তখনই জেনোয়ায় ঘটে যায় মর্মন্তুদ ঘটনাটি। এতে করে শোকাচ্ছন্ন হয়ে পড়ে ইতালিয়ানরা। ভারী হয়ে পড়ে পরিবেশ। এই শহরের ক্লাব জেনোয়া ও সাম্পাদোরিয়া অনুরোধ করেছে তাদের ম্যাচ দুটি বাতিল করতে। সিরিএ কর্তৃপক্ষ রাজি হয়েছে। অপরাপর দলগুলো ম্যাচ শুরুর আগে শোকের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এক মিনিট নীরবতা পালন করবে।

 

সর্বশেষ খবর