রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নেইমার আছেন নেই মেসি

প্রীতি ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

নেইমার আছেন নেই মেসি

বিশ্বকাপ শেষ। চার বছর বিশ্ব শাসনের দণ্ড নিজেদের করে নিয়েছে ফ্রান্স। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের দৌড় থেমে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছিলেন নেইমাররা। দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা থেমে গিয়েছিল সেরা ১৬-তে। মেসিদের বিদায় করেছিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। বিশ্বকাপ শেষ। অংশগ্রহণকারী দলগুলো এখন ব্যস্ত নিজেদের গুছিয়ে নিতে। ফুটবলাররা ব্যস্ত হয়ে পড়েছেন ক্লাব ফুটবলে। মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি-এ। এরই মধ্যে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ৭ ও ১১ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও এল সালভেদরের বিপক্ষে। দুবারের সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও একই দিন, অর্থাৎ ৭ ও ১১ সেপ্টেম্বর দুটি প্রীতিম্যাচ খেলবে গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে। প্রীতিম্যাচ দুটির জন্য দুই দেশের ফুটবল ফেডারেশন স্কোয়াড ঘোষণা করেছে। ব্রাজিলিয়ান স্কোয়াডে নেইমারকে রেখেছেন কোচ তিতে। কিন্তু স্বেচ্ছা অবসরে যাওয়ায় আর্জেন্টিনা স্কোয়াডে রাখা হয়নি লিওনেল মেসিকে। বিশ্বকাপ খেলা আর্জেন্টিনার ৯ ফুটবলারকে দলে নেননি ভারপ্রাপ্ত কোচ লিওনেল কালোনি। প্রীতি ম্যাচে মেসির পাশপাশি জায়গা হয়নি সার্জিও আগুইরো, গঞ্জালো হিগুইয়েন, অ্যাঙ্গেল ডি মারিয়ার। সেলেকাওদের স্কোয়াডে রয়েছেন ফিরমিনহো, কুতিনহো, উইলিয়ান। কিন্তু জায়গা হয়নি গাব্রিয়েল জেসুস, মার্সেলো, পাওলিনহোর।

সর্বশেষ খবর