রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সৌম্যদের সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক

সৌম্যদের সিরিজ জয়

অধিনায়ক নিজেই যখন দলের সেরা পারফর্মার তখন সাফল্য তো অনিবার্য! বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে বাংলাদেশ সিরিজে হারিয়েছিল অধিনায়ক সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরম্যান্সে। আয়ারল্যান্ডে সফরে অধিনায়ক সৌম্য সরকারের ক্যারিশম্যাটিক ব্যাটিংয়ে আইরিশদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। তিন ম্যাচের টি-২০ সিরিজে প্রথমটিতে সৌম্যের অনবদ্য ব্যাটিংয়ে বাংলাদেশ সহজ জয় তুলে নিয়েছিল। দ্বিতীয় ম্যাচেই টাইগারদের নাস্তানাবুদ করে ছাড়ে স্বাগতিকরা। সিরিজের শেষ ম্যাচে ৬ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ ‘এ’ দল। শেষ ম্যাচে অবশ্য সৌম্যকে ছাড়িয়ে গেছেন মোহাম্মদ মিথুন। মাত্র ৩৯ বলে খেলেছেন ৮০ রানের বিধ্বংসী ইনিংস। ইনিংসে ৭টি বাউন্ডারির সঙ্গে ৬টি বিশাল ছক্কা। সৌম্য মাত্র ৩০ বলে খেলেছেন ৪৭ রানের অসাধারণ ইনিংস। দুটি ছয়ের সঙ্গে ৪টি বাউডারি হাঁকিয়েছেন তিনি। সৌম্য ও মিথুনের ১১৭ রানের জুটিতে ভর করেই ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য সিরিজ সেরার পুরস্কার জিতেছেন সৌম্য। বাংলাদেশের টার্গেটটা মোটেও সহজ ছিল না। জয়ের জন্য দরকার ছিল ১৮৪ রান। সেটাও কিনা করতে হতো মাত্র ১৮ ওভারে। কেন না বৃষ্টির কারণে উভয় ইনিংস থেকে দুই ওভার করে কাটা হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ো গতিতে ব্যাটিং করে স্বাগতিক আইরিশরা। পোর্টারফিল্ড মাত্র ৩৯ বলে খেলেন ৭৮ রানের অসাধারণ এক ইনিংস। আরেক ব্যাটসম্যান সিমিও বাইশগজে গিয়ে ব্যাটে ঝড় তুলেছিলেন। ৪১ বলে খেলেছেন ৬৭ রানের ইনিংস। এই দুই ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান করে আয়ারল্যান্ড। দারুণ বোলিং করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ২৮ রানে নিয়েছেন ৪ উইকেট। জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ওভারপ্রতি ১০.২২ রান করে। বাইশগজে গিয়েই ঝড় তোলেন দুই ওপেনার মোহাম্মদ মিথুন ও সৌম্য সরকার। তাদের জুটিতে আসে ১১৭ রান। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে সৌম্য বিদায় নিলেও ৮০ রান করেছেন মিথুন। দুই ওপেনার আউট হওয়ার আগে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। এরপর বাকি কাজ করেছেন আল আমিন-মুমিনুলরা। শেষ পর্যন্ত ১৩ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন আল আমিন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর