রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

লুকা মডরিচকে অবৈধভাবে নেওয়ার চেষ্টা!

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ রানার্স আপ ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মডরিচ স্প্যানিশ লিগে খেলেন রিয়াল মাদ্রিদে। তাকে নাকি অবৈধভাবে দলে নেওয়া চেষ্টা চালিয়েছিল ইন্টার মিলান। এই অভিযোগ তারা ফিফার কাছে লিখিতভাবে জানিয়ে ক্লাবটির আইনগত ব্যবস্থা নিতে বলেছে। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো জানান, মডরিচের ক্ষেত্রে বাই আউট ক্লজের ৭৫ কোটি ইউরোর কম কোনো প্রস্তাব তারা গ্রহণ করবে না।

এরপরও বেশ কিছুদিন ধরে গুঞ্জন, সান্তিয়াগো বের্নাবেউ ছেড়ে ইন্টার মিলানে নাম লেখাতে পারেন মডরিচ।

ক্রোয়েশিয়া অধিনায়কের এজেন্টের দাবি, ইতালিতে পাড়ি জমানোর সম্ভাবনায় রোমাঞ্চিত রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড়। তবে ২০১৫ সালে রিয়ালে চার বছরের নতুন চুক্তি করার সময় মডরিচ জানিয়েছিনে এই ক্লাব থেকেই তিনি অবসর নেবেন। ইন্টার মিলানের বিরুদ্ধে রিয়ালের অভিযোগ আনার ব্যাপারটি অমনি স্পোর্টকে নিশ্চিত করেছেন ফিফার এক মুখপাত্র।

স্পেনের বেশ কিছু সংবাদ মাধ্যমের খবর, রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করবেন ৩২ বয়সী মডরিচ। ২০১২ সালে টটেনহ্যাম স্টোর থেকে আসা এই খেলোয়াড় ক্লাবটির হয়ে এখন পর্যন্ত চারটি চ্যাম্পিয়নসহ জিতেছেন ১৪টি শিরোপা।

 

সর্বশেষ খবর