মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পেলেন কোহলি

ক্রীড়া ডেস্ক

ট্রেন্ট ব্রিজ টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি-বঞ্চিত হয়েছেন বিরাট কোহলি। আশ্চর্যের বিষয়, দ্বিতীয় ইনিংসেও ভারতের অধিনায়ক ৯৭ রানেই আউট হতে চলেছিলেন। কিন্তু তার সহজ ক্যাচ ফেলে দেওয়ার ফলে টেস্ট ক্যারিয়ারে ২৩তম সেঞ্চুরির মুখ দেখলেন কোহলি। অবশ্য ১০৩ রান করেই আউট হয়ে যান তিনি। তার বিদায়ের পরই দ্রুত আরও ২ উইকেট পড়ে যায় সফরকারীদের। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ উইকেটে ভারত ৩৫২ রান তোলে ইনিংস ঘোষণা করে। স্বাগতিকদের জিততে হলে ৫২০ রান করতে হবে। ১৬১ রানে তারা প্রথম ইনিংসে অলআউট হয়ে যায়। অন্যদিকে ভারতের সংগ্রহ ছিল ৩২৯ রান। অর্থাৎ ট্রেন্ট ব্রিজে ইংলিশরা দ্বিতীয় ইনিংসে আহামরি কিছু না করলে ভারতেরই জয়ের সম্ভাবনা বেশি। প্রথম দুই ম্যাচ হেরে যায় ভারত। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ধস নামানোর নায়ক ছিলেন পান্ডিয়া। তিনি ২৮ রানে ৫ উইকেট লাভ করেন। ইশান্ত ৩২, বুমরা ৩৭ রানে ২টি করে উইকেট পান। ম্যাচ জেতাটা নির্ভর করছে ভারতীয় বোলারদের ওপর। দ্বিতীয় ইনিংসে স্বাগতিক ব্যাটসম্যানরা কী করেন তা-ই দেখার বিষয়।

সর্বশেষ খবর