রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ফেবারিট বাংলাদেশের সামনে দুর্বল থাইল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

ফেবারিট বাংলাদেশের সামনে দুর্বল থাইল্যান্ড

ওমান ও কাজাখস্তানকে হারিয়ে জয়ের রাস্তায় ছিল বাংলাদেশ হকি দল। শুক্রবারই জার্কাতা এশিয়ান গেমসে প্রথম হারের মুখ দেখেন রাসেল মাহমুদ জিমিরা। শক্তিশালী প্রতিপক্ষ মালয়েশিয়ার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়। আগের তুলনায় হকি দলের প্রস্তুতিটা এবার ভালো হলেও সেমিফাইনাল খেলবে এই প্রত্যাশা কখনো ছিল না। সম্ভব নয়, গ্রুপ থেকে মালয়েশিয়া ও পাকিস্তানই শেষ চারে জায়গা করে নেবে। বাংলাদেশের টার্গেট পাঁচ বা ছয়ে থাকা। সেই সম্ভাবনা এখনো বেঁচে আছে। মঙ্গলবার ফেবারিট পাকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ লড়াই। এখানে জয়ের সম্ভাবনা নেই বললে চলে। তবে আজ প্রত্যাশা অনুযায়ী থাইল্যান্ডকে হারাতে পারলে গ্রুপে তৃতীয় হবে। তখন পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলতে পারবে। গত এশিয়ান গেমসে বাংলাদেশের অবস্থান ছিল আটে। ছয়ে থাকলেও কিছুটা ব্যর্থতা কাটানো যাবে। কী হবে আজকের ম্যাচে। শক্তির বিচারে বাংলাদেশকে ফেবারিট বলা যায়। ওমানকে হারানোর পর থাইল্যান্ডের বিপক্ষে পয়েন্ট হারাবে সেই আশঙ্কা কেউ করছেন না। তবুও শেতুলরা সতর্ক হয়ে মাঠে নামবে। জিমি, চয়নরা নিজেদের যোগ্যতা প্রদর্শন করতে পারলে সহজভাবেই জেতা সম্ভব। ১৯৭৮ সালে এশিয়ান গেমসে দুই দল প্রথম মুখোমুখি হয়েছিল। ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। ২০০৭ সালে এশিয়া কাপে বাংলাদেশ ১৩-০ গোলে বিধ্বস্ত করে থাইল্যান্ডকে। ১৯৯৪ সালে এশিয়ান গেমসে বাংলাদেশ জিতে ৬-০ গোলে। পারফরম্যান্স, পরিসংখ্যান, র‌্যাঙ্কিং সবকিছুতে এগিয়ে বাংলাদেশ। তাই আজ যদি পয়েন্ট হারায় তা অঘটন বলেই বিবেচিত হবে।

সর্বশেষ খবর