রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

১০ বছর আগেই বুঝেছিলেন টেন্ডুলকার

ক্রীড়া ডেস্ক

১০ বছর আগেই বুঝেছিলেন টেন্ডুলকার

ছেলে অর্জুন টেন্ডুলকার তার টিমমেট। তাই খোঁজ-খবরটা ভালোই রাখতেন। অবশ্য ছেলের টিমমেট হওয়ার আরও আগে থেকেই পৃথিবী শ্যকে দেখেছিলেন ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ১০ বছর আগে ২০০৮ সালে পৃথিবীর যখন বয়স ৮ বছর, তখন তাকে দেখেছিলেন টেন্ডুলকার। আট বছরের একটি বাচ্চাকে দেখার জন্য টেন্ডুলকারকে অনুরোধ করেছিলেন তার এক বন্ধু। অমিত প্রতিভাবান পৃথিবীকে দেখে সেদিনই টেন্ডুলকার বুঝেছিলেন তার ভবিষ্যৎ উজ্জ্বল। ১০ বছর আগে তাকে দেখে টেন্ডুলকার বলেছিলেন, এই ছেলে এক সময় ভারতীয় দলে খেলবে। জীবন্ত কিংবদন্তির সেদিনকার অনুমান ভুল হয়নি। ৩০ আগস্ট সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলবে ভারত। বিরাট কোহলির সেই দলে সুযোগ পেয়েছেন পৃথিবী শ্য। টেন্ডুলকারের শহর মুম্বাইয়ে বাস পৃথিবীর। ভারতের সবচেয়ে মর্যাদার হ্যারিস শিল্ড স্কুল ক্রিকেটের এক ম্যাচে ৫৪৬ রান করে চমকে দেন গোটা বিশ্বকে। সেজন্য ২০১৩ সালে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠানে পৃথিবীর হাতে তুলে দিয়েছিলেন ক্রেস্ট। ১০ বছর আগে প্রথম যখন দেখেছিলেন বাচ্চা ছেলে পৃথিবীকে, তখন কিছু টিপস দিয়েছিলেন তাকে। বলেছিলেন, কখনই যেন ব্যাটিং স্ট্যান্স ও গ্রিপ ধরায় পরিবর্তন না আনে। ন্যাচারাল ট্যালেন্ট পৃথিবী যেন একই স্ট্যান্স ও গ্রিপ ধরে রাখে পরবর্তী সময়ে। শুধু তাই নয়, জীবন্ত কিংবদন্তি আরও বলেছিলেন, যদি কোনো কোচ এটা পরিবর্তন করতে চায়, তাহলে তাকে (কোচ) যেন তার কাছে পাঠিয়ে দেয়। এরপর আর কোনো কোচ তাকে নিয়ে বাড়তি ঘষামাজায় ব্যস্ত হননি। আর তাতেই ভারত পেতে যাচ্ছে আরেক অমিত সম্ভাবনাময় ওপেনারকে। মুম্বাইয়ের পক্ষে ১৪টি প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নিয়ে সেঞ্চুরি করেছেন ৭টি। ৫৬.৭২ গড়ে রান করেছেন ১৪১৮। সাত সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৫টি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ ১৯৮। ২০১৭ সালের তামিলনাড়ুর পক্ষে অভিষেক ইনিংসে করেছিলেন ৪ রান। দ্বিতীয় ইনিংসে সেই ধাক্কা কাটিয়ে সাজঘরে ফিরেন ১২০ রানের প্রত্যাশিত ব্যাটিং করে। সাউদাম্পটন টেস্টে ভারত নামছে পাঁচ ম্যাচ সিরিজের সমতা ফেরানোর টার্গেটে। সেখানে অভিষেক হতেই পারে পৃথিবী শ্যর।

সর্বশেষ খবর