বুধবার, ২৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কোরিয়াকে পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

কোরিয়াকে পেল বাংলাদেশ

পাকিস্তানের আক্রমণ রুখতে ব্যস্ত বাংলাদেশের হকি খেলোয়াড়রা —এএফপি

গড়া হলো না ইতিহাস। অঘটনের বদলে ফেবারিট পাকিস্তানের বিপক্ষে প্রত্যাশিত হারেই এশিয়ান গেমসে হকি গ্রুপ পর্ব শেষ কররেন রাসেল মাহমুদ জিমিরা। এখন প্রথমবারের মতো পঞ্চম স্থানে থাকতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই হারের মধ্য দিয়ে পদকহীন অবস্থায় ফিরে আসতে হচ্ছে বাংলাদেশের ক্রীড়াবিদদের। থাইল্যান্ডকে হারিয়ে আগেই পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছিল বাংলাদেশ। সেমিফাইনালে খেলার কিঞ্চিত আশাও ছিল। তবে পাকিস্তানকে ভাসাতে হতো গোল বন্যায়। না ইতিহাস নয় ৫-০ গোলে হেরে পাকিস্তানের বিপক্ষে জয়টা স্বপ্নই থেকে গেল হকি দলের। ‘বি’ গ্রুপ থেকে পাকিস্তান ও মালয়েশিয়া। অপর গ্রুপে ভারত ও জাপান শেষ চারের ঠিকানা খুঁজে পেয়েছে। জেবিকে হকি মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর আরও চার গোল হজম করে। পাকিস্তানের মতো শক্তিশালী দলের কাছে ৫-০ ব্যবধানে হারাটা প্রত্যাশিতই বলা যায়। বরং আগের চেয়ে দলটা ভালোই বলা যায়। ১৯৭৮ সালে এশিয়ান গেমসে অংশ নিয়ে বাংলাদেশ ষষ্ঠ স্থান দখল করে। চল্লিশ বছর পর সেই অবস্থান নিশ্চিত করেছে। জাপানকে হারাতে পারলেই গেমস ইতিহাসে প্রথমবার পঞ্চম স্থানে থাকবে বাংলাদেশ। ওমানকে হারিয়ে জিমিরা এশিয়ান গেমস শুরু করে। ব্যবধান ছিল ২-১। পরের ম্যাচে কাজাখস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে। তৃতীয় ম্যাচে ফেবারিট মালয়েশিয়া ৭-০ গোলে বাংলাদেশ পরাজিত করে। এরপর জিমিরা আবার জয়ে ফিরে আসে। দুর্বল প্রতিপক্ষ হলেও থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ঘাম ঝরানো ৩-১ গোলে জয় পায়। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানেরই হওয়ার কথা ছিল প্রতিপক্ষ। কিন্তু গতকাল জাপান সাবেক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অপ্রত্যাশিত জয় পেলে সেমিতে জায়গা করে নেয়। তাই কোরিয়াকে খেলতে হচ্ছে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে।

সর্বশেষ খবর