বুধবার, ২৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ফিল্ডিংয়ে বাড়তি নজর টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক

কোচ স্টিভ রোডসের নেতৃত্বে কঠোর অনুশীলন করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এশিয়া কাপের শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ টাইগাররা। দুই দুবার ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের। দুই আসরেই বাংলাদেশ খেলেছে ঘরের মাঠে। তবে এবার এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হলেও আশাবাদী মাশরাফিরা। অনুশীলনের প্রথম দুই দিনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফিল্ডিংয়ের প্রতি। আজও টাইগারদের ফিল্ডিং অনুশীলন করানো হবে। সূচি অনুযায়ী আগামীকালও ফিল্ডিং অনুশীলন হবে। ফিল্ডিংয়ের ওপর যেন বাড়তি নজর দিচ্ছেন টাইগাররা। ফিল্ডিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘ক্রিকেটে ব্যাটিং-বোলিং দুটোই গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার ফিল্ডিং। যেকোন ম্যাচে ফিল্ডিং দিয়ে ২০-৩০ রান বাঁচানো গেলে সে ম্যাচের মোড়ই ঘুরে যায়। দিন শেষে সেই ২০-৩০ রানই ম্যাচের নির্ধারক হয়ে যায়। সেভাবেই আমরা অনুশীলন করছি। ম্যাচের কঠিন পরিস্থিতির কথা ভেবে কঠোর পরিশ্রম করছি।’ ক্রিকেটে খুবই পরিচিত এক প্রবাদ বাক্য— ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস!’ অনেক সময় এক ক্যাচই ম্যাচের ভাগ্য বদলে দেয়। গতকাল তাই নানাভাবে ক্যাচ প্রাকটিস করানো হয়েছে। বাউন্ডারি সীমানায় এক হাতে কিভাবে ক্যাচ নিতে হবে তা অনুশীলন করানো হয়েছে ক্রিকেটারদের।

সর্বশেষ খবর