বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মালয়েশিয়া-ওমান-আমিরাতের জয়

এশিয়া কাপ বাছাই পর্ব

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপের বাছাইপর্ব শুরু হয়েছে গতকাল থেকে। প্রথম দিনে জয় পেয়েছে স্বাগতিক মালয়েশিয়া, ওমান আর সংযুক্ত আরব আমিরাত। স্বাগতিক মালয়েশিয়া ৩ উইকেটে হারিয়েছে হংকংকে। প্রথমে ব্যাট করে বাবর হায়াতের ৫৮ রানের পরও ১৬১-তে অলআউট হয় হংকং। জবাবে ৪৩ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মালয়েশিয়া। শফিক শরিফ করেন ৪৯ রান। দিনের অপর ম্যাচে নেপালকে সহজেই হারিয়েছে ওমান। সাগর পানের ৮৩ রানে ভর করে নেপাল তুলেছিল ৯ উইকেটে ২২১ রান। জবাবে ১২ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ওমান। খাওয়ার আলি অপরাজিত ছিলেন ৮৪ রানে। এদিকে, সিঙ্গাপুরের বিপক্ষে চিরাগ সুরির সেঞ্ঝুরিতে ৮ উইকেটে ৩১২ রানের পাহাড়সম সংগ্রহ গড়েছিল এশিয়া কাপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। জবাবে আহমেদ রাজার বিধ্বংসী বোলিংয়ে (৬/২০) ২৫.৪ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় সিঙ্গাপুরের ইনিংস। আরব আমিরাত জিতেছে ২১৫ রানের বড় ব্যবধানে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা সরাসরি এশিয়া কাপে খেলছে। বাছাই পর্বের চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে চূড়ান্ত লড়াইয়ের।

সর্বশেষ খবর