শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে স্বাগতিক ইংল্যান্ড। ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে কাল মাত্র ৩৬ রানে চার উইকেট হারায় তারা। দলীয় ১০০ রান হওয়ার আগেই ছয় ইংলিশ ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেছেন। ভারতের চার পেসার বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ সামী ও পান্ডিয়া ইংলিশদের ধসিয়ে দিয়েছেন। ইংল্যান্ডের ইনিংসের পতন শুরু হয় ওপেনার কেটন জেনিংসের উইকেট হারানোর মধ্য দিয়ে। দলীয় খাতায় যখন মাত্র ১ রান তখনই বিদায় নেন ইংলিশ ওপেনার। এরপর একে একে সাজঘরে ফিরে যান অধিনায়ক জো রুট ও জনি বেয়ারস্ট্রো। তারা দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেননি। তবে একপ্রান্ত থেকে একের পর এক উইকেটের পতন দেখে ধৈর্য্য হারিয়ে ফেলেন অ্যালিস্টার কুক। তিনিও ব্যক্তিগত ১৭ রানে ফিরে যান। বেন স্টোকস (২৩) ও জোস বাটলার (২১) বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েও ভালো করতে পারেননি। সপ্তম উইকেটে কারেনকে নিয়ে লড়াই করছিলেন মঈন আলী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ছিল ৪৫ ওভারে ৬ উইকেটে ১৫২ রান।

সর্বশেষ খবর