রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিপিএলে রিভিউ সিস্টেম

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলে রিভিউ সিস্টেম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে আম্পায়ার রিভিউ সিস্টেম। মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে উভয় দল প্রতি ইনিংসে একটি করে রিভিউ নিতে পারবেন এখন থেকে। সামনের আসর থেকে এই পদ্ধতি কার্যকর হবে বলে গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছে। বিপিএলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা হঠাৎ মারা যাওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিসিবির পরিচালক শেখ সোহেলকে মনোনীত করা হয়েছে। বিপিএল সাধারণত মাঠে গড়ানোর কথা অক্টোবর-নভেম্বরে। কিন্তু আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন থাকায় চলতি বছরের বিপিএল অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি থেকে। প্লেয়ার অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর। গভর্নিং বডির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘সামনের আসর থেকে আমরা রিভিউ সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। এবার প্রতিটি দল বিপিএলের রেজিস্ট্রেশনের বাইরে থেকে সর্বোচ্চ দুজন ক্রিকেটারকে কিনতে পারবেন। তবে যে বিদেশি ক্রিকেটাররা রেজিস্ট্রেশনে আছেন তাদেরকে অকশন থেকেই কিনতে হবে। প্রতিটি দল একাদশে সর্বোচ্চ চারটি বিদেশি ক্রিকেটার খেলাতে পারবেন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর