সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আধিপত্য ধরে রাখল চীন

পর্দা নামল এশিয়ান গেমসের

ক্রীড়া ডেস্ক

আধিপত্য ধরে রাখল চীন

এশিয়ান গেমসের প্রথম আসর বসেছিল ১৯৫১ সালে। ভারতে অনুষ্ঠিত সেই আসরের সেরা দল ছিল জাপান। ১৯৭৮ সাল পর্যন্ত প্রতিটা আসরেই জাপান তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে। তবে চীন এশিয়ান গেমসে যুক্ত হওয়ার পর থেকেই জাপানের আধিপত্য কমতে থাকে। ১৯৭৪ সালে চীন প্রথম এশিয়ান গেমসে অংশ নেয়। প্রথম দুই আসরে চীন ছিল জাপানের নিচে। তবে ১৯৮২ সাল থেকেই চীনা আধিপত্যের শুরু এশিয়ান গেমসে। সেই আধিপত্য চীন ধরে রাখল জাকার্তায় অনুষ্ঠিত ১৮তম এশিয়ান গেমসেও।

গতকাল শেষ হয়ে গেল এশিয়ান গেমস। এবারের আসরে ৪৫টি দেশের ১১ হাজার ৩০০ অ্যাথলেট অংশ নিয়েছেন ৪০টি স্পোর্টসের ৪৬৫টি ইভেন্টে। গত ১৮ আগস্ট শুরু হওয়া এই গেমসে পদক জয়ের দিক দিয়ে নিজেদের সেরা প্রমাণ করেছে চীন। ১৩২টি সোনাসহ মোট ২৮৯টি পদক জয় করেছে চীনা অ্যাথলেট দল। অবশ্য গতবারের তুলনায় পদক সংখ্যায় কিছুটা পিছিয়েই গেল চীন। গতকাল ইনচনে ১৫১টি সোনাসহ মোট ৩৪৫টি পদক জিতেছিল চীন। অবশ্য গতবার দ্বিতীয় হয়েছিল স্বাগতিক দক্ষিণ কোরিয়া। এবার দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করল জাপান। ৭৫টি সোনাসহ মোট ২০৫টি পদক জিতেছে জাপান। ১৯৯৪ সালের পর থেকেই দুই নম্বরে উঠতে পারেনি তারা। দক্ষিণ কোরিয়াই ছিল এতদিন দুই নম্বরে।

এদিকে এবারের এশিয়ান গেমস থেকে শূন্য হাতেই ফিরল বাংলাদেশ দল। ১৯৮৬ সাল থেকে প্রতিটা আসরেই কোনো কোনো ইভেন্টে পদক জিতেছে বাংলাদেশ। দীর্ঘ ৩২ বছর পর কোনো পদক ছাড়াই দেশে ফিরল বাংলাদেশ দল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে আছে ভারত। তারা ১৫টি সোনাসহ ৬৯টি পদক জয় করে তালিকায় আট নম্বরে অবস্থান করছে। এছাড়া নেপাল ১টি রুপা, পাকিস্তান ৪টি তামা ও আফগানিস্তান ২টি তামা জিতেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর