সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মিথুনের লক্ষ্যে শিরোপা

ক্রীড়া প্রতিবেদক

মিথুনের লক্ষ্যে শিরোপা

এশিয়া কাপের গত তিন আসরের দুটিতে রানার্স আপ। বহুজাতিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের সেরা সাফল্য এশিয়া কাপেই। টুর্নামেন্টটি আসলেই স্বপ্ন দেখতে শুরু করেন বাংলাদেশের ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরা। এবারও ব্যতিক্রম নয়। ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে শুরু এশিয়া কাপ। সঙ্গে সঙ্গে টাইগার ক্রিকেটাররা স্বপ্ন দেখছেন প্রথমবারের মতো শিরোপা জয়ের। গত কয়েকদিন ধরে ক্রিকেটাররা পাখির চোখে দেখছেন শিরোপা জয়। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপা জয় টার্গেট জানান উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন।

এশিয়া কাপকে সামনে রেখে শনিবার স্কোয়াড ঘোষণা করে বিসিবি। শৃঙ্খলা ভঙের অভিযোগে জায়গা হয়নি সাব্বির রহমানের। বাজে ফর্মের জন্য বাদ পড়েছেন এনামুল হক বিজয়। দলে ফিরেছেন মোহাম্মদ মিথুন। নতুন মুখ অলরাউন্ডার আরিফুল ইসলাম। স্কোয়াড ঘোষণার পর গতকাল প্রথম অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল। স্টিভ রোডসের নেতৃত্বে ক্রিকেটাররা ঘাম ঝরাচ্ছেন অনুশীলনে। এশিয়া কাপে প্রথমবার কোচ হিসেব যাচ্ছেন স্টিভ রোডস। টাইগারদের দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টেই সফল রোডস। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ব্যর্থ হলেও ওয়ানডে ও টি-২০ সিরিজে জয় নিয়ে দেশে ফিরেন। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী টাইগাররা। এশিয়া কাপের প্রস্তুতির শুরুতেই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সতীর্থদের বলেছেন, শিরোপা জয়ের দিকে টার্গেট রাখতে। অধিনায়কের কথা উদ্দীপ্ত সতীর্থরাও টার্গেট করেছেন শিরোপা। ফরম্যাট ওয়ানডে বলেই স্বপ্নটা বেশি দেখছেন মিথুনরা। এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে মোমেন্টাম ধরতে হবে বলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান, ‘চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারটি আসলে নির্ভর করছে মোমেন্টামের ওপরে। যদি শুরুটা আমাদের ভালো হয়, আত্মবিশ্বাসের সঙ্গে প্রথম ধাপটি ভালোভাবে উতরাতে পারি, তাহলে আমি বলবো অবশ্যই ভালো হবে। ক্রিকেট হচ্ছে দিনের খেলা। যে দিনটি যাদের ভালো যাবে, ফল তাদের পক্ষেই আসবে। আমাদের চেষ্টা থাকবে মোমেন্টাম ধরে যেন সেরাটা খেলতে পারি।’ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। তারপরও ২৮ বছর বয়স্ক মিথুন স্বপ্ন দেখছেন শিরোপা জয়ের। শিরোপা জয়ে আত্মবিশ্বাস জোগাচ্ছে ওয়ানডের পারফরম্যান্স, ‘ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী দল। গত চার বছর দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। সিনিয়রদের সঙ্গে যদি আমরা জুনিয়ররা ভালো করতে পারি, তাহলে আমার বিশ্বাস ভালো করবো। সত্যি বলতে কি আমাদের টার্গেট চ্যাম্পিয়নশীপ।’  ১৫ সেপ্টেম্বর উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা। দ্বিতীয় ম্যাচ ২০ সেপ্টেম্বর দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। পরের প্রতিপক্ষ ঠিক হয়নি এখনো। শিরোপা জয়ের টার্গেটে ১১ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন মিথুনরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর