সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

গোল করতে ভুলে গেছেন রোনালদো!

ক্রীড়া ডেস্ক

গোল করতে ভুলে গেছেন রোনালদো!

ক্রিস্টিয়ানো রোনালদোর ভাগ্য যেন পশ্চিম দিগন্তে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ ছাড়ার সঙ্গে সঙ্গে রোনালদো যেন নিজেকে হারিয়ে ফেললেন। পর্তুগাল, ইংল্যান্ড এবং স্পেনে সফল হয়ে তিনি এসেছিলেন ইতালি জয় করতে। কিন্তু রোনালদো এখানে নিজেকে খুঁজেই পাচ্ছেন না। তিনটা ম্যাচ খেলেও রোনালদো গোলশূন্য। ইতালিয়ান সিরি এ লিগে গত শনিবার মাঠে নেমেছিল জুভেন্টাস। পারমার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ওল্ড লেডিরা। দলের পক্ষে গোল করেছেন মারিও মানজুকিচ এবং মাতুইদি। দলের এ জয়ে রোনালদো কোনো গোল পাননি। আগের দুই ম্যাচেও গোলশূন্য ছিলেন পর্তুগিজ এই তারকা।

রিয়াল মাদ্রিদে দীর্ঘ ৯ বছর খেলেছেন রোনালদো। প্রতি মৌসুমেই ৩০’র বেশি গোল করেছেন। সবমিলিয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন রিয়ালের জার্সিতে। ম্যাচ প্রতি একটির বেশি গোল করেছেন এ পর্তুগিজ তারকা। রিয়ালের জার্সিতে সফল রোনালদো জুভেন্টাসে এসে কঠিন চ্যালেঞ্জে পড়ে গেছেন। তিনটা ম্যাচ খেলেও গোলশূন্য তিনি। রোনালদো গোল করতে ব্যর্থ হলেও দল হিসেবে জুভেন্টাস এগিয়ে চলেছে। তিন ম্যাচ খেলে তিনটাতেই জিতেছে তারা। গত শনিবার জুভেন্টাসকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে দেন ক্রোয়েশিয়ান তারকা মানজুকিচ। গার্ভিনহোর ৩৩তম মিনিটের গোলে পারমা সমতায় ফিরে আসে। তবে মাতুইদির ৫৮তম মিনিটের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ওল্ড লেডিরা। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেই আছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে ইতালিয়ান সিরি এ লিগে জয় পেয়েছে এসি মিলান ও ইন্টার মিলান। নিজেদের মাঠে রোমাকে ২-১ গোলে হারিয়েছে এসি মিলান। বিজয়ী দলের পক্ষে গোল করেছেন ফ্র্যাঙ্ক কেসি এবং প্যাট্রিক কুট্রোন। রোমার পক্ষে গোল করেছেন ফেডেরিকো ফেজিও। অন্যদিকে ইন্টার মিলান ৩-০ গোলে হারিয়েছে বলগনাকে। দলের পক্ষে গোল করেছেন রাদজা নাইনগোলান, অ্যান্টোনিও ক্যান্ড্রেভা এবং আইভান পেনসিচ। মিলানের দুই ক্লাব চলতি মৌসুমে প্রথম জয়ের দেখা পেল।

সর্বশেষ খবর