মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

টেস্টকে বিদায় বললেন কুক

ক্রীড়া ডেস্ক

টেস্ট ক্রিকেটকে গুডবাই জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার অ্যালিস্টার কুক। ভারতের বিরুদ্ধে ওভাল টেস্টের পরই সাদা পোশাকে আর দেখা যাবে না টেস্টের ইতিহাসে ষষ্ঠতম সর্বোচ্চ রান সংগ্রাহক ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যানকে। ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। কিন্তু কুক ছিলেন একেবারেই ম্লান। চলতি বছরে ৯ টেস্টে তার গড় মাত্র ১৮.৬২। ফর্মহীনতার কারণেই ক্রিকেটের অভিজাত এই সংস্করণে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ডের ক্রিকেটাতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র অ্যালিস্টার কুক। ২০০৬ সালে নাগপুরে ভারতের বিরুদ্ধে ম্যাচে অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন ২০১০-১১ মৌসুমে। ২০১২ সালে কুকের দুর্দান্ত ব্যাটিংয়ের ভারতের মাটিতে তাদেরকে হারিয়েছে ইংল্যান্ড। টেস্টে ৪৪.৮৮ গড়ে করেছেন ১২,২৫৪ রান। ৩২টি সেঞ্চুরির সঙ্গে ৫৬ হাফ সেঞ্চুরি। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের দিক দিয়ে তার ধারে কাছেও নেই অন্য কোনো ইংলিশ ব্যাটসম্যান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর