বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জিদানের পাশে দেশম ও দালিচ

ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার

ক্রীড়া ডেস্ক

জিদানের পাশে দেশম ও দালিচ

আগেই ধারণা করা হয়েছিল ফিফা বর্ষসেরা কোচের তালিকায় তারা থাকবেন। শুধু থাকছে না দিদিয়ের দেশম ও জ্লাতকো দালিচের সংক্ষিপ্ত সেরা তিন তালিকায় তাদের নাম উঠেছে। জিনেদিন জিদানের সঙ্গে দেশম ও দালিচ এখন বিশ্বসেরা কোচের পুরস্কারের জন্য অপেক্ষায় রয়েছেন। রিয়াল মাদ্রিদের সফল কোচ হওয়ায় গতবারই বিশ্বসেরা কোচের পুরস্কার জেতেন জিদান। রিয়ালের দায়িত্ব ছেড়ে দিলেও এবারও জিদানের নাম সংক্ষিপ্ত তালিকায় উঠেছে। লা-লিগায় তিনি ব্যর্থ হলেও উয়েফা চ্যাম্পিয়নশিপ লিগে টানা তিনবার ট্রফি এনে দেন রিয়ালকে। আরও দুটি শিরোপাও এসেছে তার প্রশিক্ষণে। তাই ফিফা বর্ষসেরার তালিকায় তার নাম উঠে এসেছে। ইতালির জুভেন্টাসে যোগ দিলেও ফিফা বর্ষসেরা ফুটবলাদের সংক্ষিপ্ত তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর নাম ঠাঁই পেয়েছে। যদি জিদান ও রোনালদো পুরস্কার জেতেন তা  হবে ফুটবলে নতুন ইতিহাস। ফুটবলার হিসেবে মডরিচের পুরস্কার জেতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তা হলে কোচ হিসেবে বিশ্বসেরা কে হতে পারেন। এ ক্ষেত্রে দেশম ও দালিচের মধ্যে লড়াই হতে পারে। কেননা জিদান রিয়ালকে চ্যাম্পিয়নশিপ লিগ জেতালেও দেশম ও দালিচের প্রাপ্তিটা আরও বেশি। দেশম ফ্রান্সকে বিশ্বকাপ জেতান। দালিচে প্রশিক্ষণে ক্রোয়েশিয়া রানার্সআপ হয়।

সর্বশেষ খবর