বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফেদেরার, শারাপোভার বিদায়

ক্রীড়া ডেস্ক

ফেদেরার, শারাপোভার বিদায়

নিজের জন্মদিনে এর চেয়ে ভালো উপহার পেতে পারেন কার্লা সুয়ারেজ নাভারো? ইউএস ওপেনের শিরোপা জয়ের স্বপ্ন দেখা নাভারোর জন্য আকাশ ছোঁয়ার সমান। বছরের শেষ গ্রান্ডস্ল্যামটি জিততে হতে নাভারোকে একটি নয়, আর চার চারটি ম্যাচ জিততে হবে। কঠিন এই লড়াইয়ে জেতার আগে জন্মদিনে সেরা উপহার পেলেন নাভারো। ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে অঘটনের জন্ম দিয়েছেন টেনিস ললনা রাশিয়ার মারিয়া শারাপোভাকে  ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে। ইউএস ওপেন থেকে বিদায় নিয়েছেন আরেক বিশ্বসেরা খেলোয়াড় রজার ফেদেরার। ২০টি গ্রান্ডস্ল্যাম জেতা ফেদেরারকে চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় করেছেন বিশ্বের ৫৫ নম্বর র‌্যাঙ্কিংধারী অস্ট্রেলিয়ার জন মিলিমান। প্রথমবারের কোনো গ্রান্ডস্ল্যামের চতুর্থ রাউন্ডে উঠা মিলিমান ৩-৬, ৭-৫, ৭-৬ ও ৭-৬ সেটে হারিয়েছেন ৫টি ইউএস ওপেন জেতা  ফেদেরারকে। ২০১৩ সালের পর এই প্রথম ফেদেরার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ান তরুণ মিলিমানকে মুখোমুখি হতে হবে সার্বিয়ান সুপার স্টার জোকোভিচের বিপক্ষে। ৩ ঘণ্টা ৩৫ মিনিট স্থায়ী ম্যাচের প্রথম গেমটি সহজেই জিতে নেন বিশ্বের সাবেক এক নম্বর ফেদেরার। কিন্তু দ্বিতীয় সেট থেকে মিলিমানের সঙ্গে পেড়ে উঠেননি। সব মিলিয়ে গোটা ম্যাচে ৭৭টি ‘এনফোর্সড এরর’ করেন ফেদেরার। সেটাকে কাজে লাগিয়ে মিলিমান পরের তিন সেট ৭-৫, ৭-৬ ও ৭-৬-এ জিতে ক্যারিয়ারের প্রথমবারের মতো কোনো গ্রান্ডস্ল্যামের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন। ফেদেরারকে হারিয়ে বিস্মিত মিলিমান, ‘ফেদেরারকে হারানোটা আমার কাছে অবিশ্বাস্যই লাগছে। তার প্রতি রয়েছে আমার অসীম শ্রদ্ধা। এই খেলাটির জন্য অনেক কিছুই করেছে সে। সত্যিই বলতে সে আমার হিরো। আমি জিতলেও বলবো ফেদেরার নিজের সেরাটা খেলতে পারেনি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর