বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জুনিয়রদের দায়িত্ব নিতে হবে : আবু হায়দার

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট দলের ‘পঞ্চপাণ্ডব’— মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ ধারাবাহিকভাবে পারফর্ম করছেন বলেই জয়ের মুখ দেখছে দল। তরুণরা নিজেদেরকে সেভাবে মেলে ধরতে পারছেন না। তবে এশিয়া কাপে সিনিয়রদের পাশাপাশি তরুণরাও ভালো করবে বলে আশাবাদী বাম হাতি পেসার আবু হায়দার রনি। সিনিয়রদের মতো তরুণদেরও দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে মনে করেন তিনি। আবু হায়দার বলেন, ‘সিনিয়রা নিয়মিত ভালো পারফর্ম করে যাচ্ছে, এখন আমাদের জুনিয়রদের দায়িত নেওয়ার সময় এসেছে। এখন দেখা যাচ্ছে ১০ ম্যাচ খেললে ৫টা জিতেছি। আমরাও সাপোর্ট দিলে হয়ত দেখা যাবে ৭/৮টা জিতব।’ তরুণরা যে একেবারেই পারফর্ম করছেন না তা নয়! তবে এশিয়া কাপে তারা আরও ভালো করবে বলেই মনে         করেন আবু হায়দার, ‘আমাদের যারা সিনিয়র ব্যাটসম্যানরা আছেন মুশি ভাই, সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই ভালো ফর্মে আছে। জুনিয়রদের মধ্যে আমাদের লিটন খুব ভালো টাচে আছে এখন। মিঠুন ভাই ভালো ফর্মে আছেন, শান্ত ভালো টাচে। এমন না যে সিনিয়রদের সঙ্গে আমরা জুনিয়ররা সাপোর্ট দিচ্ছি না, আমরাও দিচ্ছি।’ ব্যক্তিগত টার্গেটের কথা জানাতে গিয়ে তরুণ এই পেসার বলেন, ‘আসলে আমার নিজের আশা তো থাকবে সব ম্যাচ  খেলতে পারি, ভালো করতে পারি। যে কটা ম্যাচই সুযোগ পাই যাতে আমার নিজের সেরাটা দিতে পারি। দলীয় লক্ষ্য, প্রাথমিকভাবে গ্রুপের ম্যাচ দুটোয় ভালো করে সেকেন্ড রাউন্ডে উঠতে চাই।’ এশিয়া কাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। ক্রিকেটারদের খেলতে হবে প্রচণ্ড গরমের মধ্যে।

তবে আবু হায়দার জানিয়েছেন, গরমে কোনো সমস্যা হবে না, ‘গরমটা হয়ত তেমন প্রভাব ফেলবে না কারণ আমরা গরমে খেলে অভ্যস্ত। কন্ডিশনও আমাদের দেশের মতোই। উইকেটে স্পিনাররা হয়ত সহায়তা পাবে, পেস বোলাররাও ওখানে ভালো বল করে। আমার মনে হয় স্পোর্টিং উইকেট থাকবে।’

সব মিলে এশিয়া কাপ নিয়ে বেশ আশাবাদী আবু হায়দার, ‘আমি সেখানকার কন্ডিশনের অসুবিধার কথা বলব না, সুবিধার কথাই বলব। যে রকম কন্ডিশনই থাক আমাদের সেরাটা দিতে হবে। যেহেতু এশিয়াতে খেলা। আশা করি ভালোই করব।’

সর্বশেষ খবর