শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভুটানের বিদায়

নেপালের গোল উৎসব

ক্রীড়া প্রতিবেদক

নেপালের গোল উৎসব

অনন্ত তামাংয়ের চমৎকার হেড জালে জড়ালে এগিয়ে যায় নেপাল —বাংলাদেশ প্রতিদিন

দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নেপাল। আগের ম্যাচে শেষ মিনিটের গোলে পাকিস্তানের কাছে হেরে যায়। গতকাল গ্রুপের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে। এই জয়ে নেপালের সেমিফাইনালের আশা জেগে থাকল। ভুটান টানা দুই ম্যাচ হেরে সাফ ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালের খেলার স্বপ্ন শেষ হয়ে গেল।

জয়ের নেশায় শুরু থেকেই নেপাল আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ২১ মিনিটে সুনিলের কর্নারে অনন্ত তামাংয়ের হেড জালে জড়ালে নেপাল ১-০ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধের বাকি সময়ে প্রাধান্য বিস্তার করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি। ৬৯ মিনিটে নেপাল ব্যবধান দ্বিগুণ করে। ভুটানের নিমা ওয়াংদি বাক্স নেপালের নিরাঞ্জনাকে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায়। বিমানের কিক ভুটানের গোলরক্ষক ঠেকিয়ে দিলেও দৌড়ে ফিরতি শটে গোল করেন সুনিল। এরপর পুরো ম্যাচই নেপালের নিয়ন্ত্রণে চলে আসে। ৭৯ মিনিটে নেপালের তৃতীয় গোল করেন বদলি ফরোয়ার্ডে ভারত খাওয়াজ। মাঠে নামার তিন মিনিটের মধ্যে তিনি গোলটি করেন। চতুর্থ গোল আসে নিরাঞ্জন খাড়কার পা থেকে। নেপাল এস এ গেমসে দুবার সোনা জিতলেও সাফে এখনো ফাইনালের মুখ দেখেনি। নেপাল এ টুর্নামেন্টে টিকে থাকবে কি না তা নির্ভর করছে বাংলাদেশের বিপক্ষে ফলাফলের ওপর। নেপালের কিংবদন্তি ফুটবলার গনেশ থাপা আশি দশকে ঢাকা মোহামেডানের খেলে গেছেন। তাই ঢাকায় খেলা হলে নেপালের খেলোয়াড়দের সমর্থন দেওয়া হয়। গতকালও দেখা গেছে নেপাল গোল করার পর গ্যালারিতে সমর্থকরা উল্লাসে মেতেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর