শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

লাখো কুপনের মাঝে তিন ভাগ্যবান

বাংলাদেশ প্রতিদিন-রানার বিশ্বকাপ কুইজের ড্র

ক্রীড়া প্রতিবেদক

লাখো কুপনের মাঝে তিন ভাগ্যবান

বিশ্বকাপ ফুটবল কুইজ ড্র অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা —বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ প্রতিদিন-রানার বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠিত হয়েছে গতকাল। বাংলাদেশ প্রতিদিন কনফারেন্স কক্ষে লাখ লাখ কুপন থেকে বিজয়ীদের কুপন বেছে নিয়েছেন আমন্ত্রিত অতিথিরা। প্রথম পুরস্কার ১৫০ সিসি মোটর সাইকেল পেয়েছেন মো. রকিবুল। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন নাহিদ। তৃতীয় পুরস্কার পেয়েছেন ৩৫ বছরের আবদুল আজিজ। বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠানে কুপন উঠিয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাইদ হাছান কানন, সাবেক ফুটবলার সাইফুল ইসলাম মনি ও জালাল উদ্দীন এবং স্পন্সর প্রতিষ্ঠান রানার অটো মোবাইলস লিমিটেডের হেড অব কর্পোরেট সেলস আশিকুর রহমান ও রানার গ্রুপের হেড অব মিডিয়া মো. ওয়াহিদ মুরাদ। এর আগে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা শুরু থেকেই মানুষকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করার মধ্যদিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করছি। ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের জন্য সম্ভাব্য সবদিক দিয়েই উৎসাহিত করে আসছি।’ তিনি আরও বলেন, ‘সামাজিক দায়িত্ব বোধ থেকেই আমরা এটা করছি। আমাদের এই পথ চলায় সম্পৃক্ত হওয়ায় রানার গ্রুপকে ধন্যবাদ।’ ভবিষ্যতেও এমন আয়োজনে রানার গ্রুপ বাংলাদেশ প্রতিদিনের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাইদ হাছান কানন নিজেকে বাংলাদেশ প্রতিদিন পরিবারের একজন সদস্য হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।’ জাতীয় দলের সাবেক ফুটবলার সাইফুল ইসলাম মনিও বাংলাদেশ প্রতিদিনের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। স্পন্সর প্রতিষ্ঠান রানার গ্রুপের হেড অব মিডিয়া ওয়াহিদ মুরাদ বলেন, ‘আমরা এখন বাংলাদেশ প্রতিদিন পরিবারেরই অংশ।’ তিনি লাখ লাখ কুপন দেখে বিস্মিত হয়ে বলেন, ‘আমরা এর মধ্য দিয়ে বাংলাদেশের অসংখ্য মানুষের কাছে পৌঁছতে পেরেছি।’ বাংলাদেশ প্রতিদিনের এমন আয়োজনে ভবিষ্যতেও পাশাপাশি পথ চলতে আগ্রহ প্রকাশ করেন তিনি। রানার অটোমোবাইলসের হেড অব কর্পোরেট সেলস আশিকুর রহমান সব সময়ই বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, উপসম্পাদক মাহমুদ হাসান, চিফ নিউজ এডিটর মাশুক চৌধুরী, নিউজ এডিটর কামাল মাহমুদ, চিফ রিপোর্টার মঞ্জুরুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক মনোয়ারুল হকসহ অন্য কর্মকর্তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ প্রতিদিনের হেড অব মার্কেটিং মাসুদুর রহমান।

সর্বশেষ খবর