শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
সেমিফাইনালে ভারত

শ্রীলঙ্কা-মালদ্বীপ কেউ জেতেনি

ক্রীড়া প্রতিবেদক

সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকার লড়াইয়ে নেমেছিল পাকির আলির শিষ্যরা। ভারতের কাছে প্রথম ম্যাচে ২-০ গোলে হেরে যাওয়ায় লঙ্কানদের সামনে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটাই ছিল একমাত্র সুযোগ। ম্যাচটা জিতে সেমিফাইনাল নিশ্চিত করার সুযোগ ছিল তাদের সামনে। অন্যদিকে মালদ্বীপ জিতলেই সেমিতে খেলবে, এমন সমীকরণও ছিল। কিন্তু কোনো দলই জিততে পারল না। গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুই দল। এই ড্রয়ে অবশ্য সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকল দুই দলেরই। লাভ হলো ভারতের। আগামীকালের ম্যাচের জন্য আর ভারতকে অপেক্ষায় থাকতে হবে না। সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নদের। আগামীকাল মালদ্বীপের কাছে হারলেও ভারতের আর চিন্তা নেই। আর মালদ্বীপ আগামীকাল ২-০ গোলের বেশি ব্যবধানে হারালেই ভারতের সঙ্গে সেমিফাইনালে যাবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের শুরুতে দারুণ ফুটবল উপহার দেওয়ার অঙ্গীকার করেছিলেন পাকির আলি। কিন্তু বাংলাদেশে খেলে যাওয়া সাবেক এই ফুটবলার কথা রাখতে পারলেন না। বরং লঙ্কানদের চেয়ে ভালো ফুটবল খেলেছে মালদ্বীপই। তারা একটা গোলও করেছিল ম্যাচের ৮৫তম মিনিটে। তবে অফসাইডের অজুহাতে তা বাতিল হয়ে যায়।

সর্বশেষ খবর