রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভুটানকে হারিয়ে সেমিতে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

সেমিফাইনালে খেলতে কিংবা খেলার আশা জাগিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না পাকিস্তানের। পাহাড়সম চাপের মুখে খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। শুধু তাই নয়, ৩-০ গোলে ভুটানকে হারিয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার দাবিদার হয়ে নিজেদের অবস্থান শক্ত করল। চ্যাম্পিয়নশিপে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পেছনের দল পাকিস্তান। ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান ২০৩। তার উপর তিন বছর ছিল স্বেচ্ছা নির্বাসনে। এমন জটিল পরিস্থিতি থেকে আন্তর্জাতিক অঙ্গনে ফিরে জাকার্তা এশিয়ান গেমসে। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বাজিমাত করে নেপালকে ২-১ গোলে হারিয়ে। সেই আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশের কাছে ০-১ গোলে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকালের আলোয় ভুটানের বিপক্ষে গতিশীল ফুটবল খেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। প্রথমার্ধে গোল দেয় দুটি এবং দ্বিতীয়ার্ধে একটি। টানা তিন হারে শূন্য হাতে দেশে ফিরে যাচ্ছে ভুটান। তিন ম্যাচে ভুটানের জালে গোল জড়িয়েছে ৯টি। বিপরীতে গোল পায়নি ভুটান।   

জয়ের জন্য মরিয়া পাকিস্তান শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ২০ মিনিটে এগিয়ে যায় সিন্ধু পাড়ের দেশটি। বাশিরের বাড়ানো বলে হেড করেন সাদ্দাম হুসাইন। ভুটানের রক্ষণভাগ সেটা ক্লিয়ার করতে ব্যর্থ হন। ছোট বক্সে দাঁড়ানো মিডফিল্ডার মোহাম্মদ রিয়াজ ডান পয়ের কোনাকুনি শটে এগিয়ে নেন দলকে (১-০)। চাপ অব্যাহত রেখে ২৯ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করে পাকিস্তান। মোহাম্মদ আলির বাড়ানো বল অফসাইড ট্রাপ ভেঙে দারুণ শটে গোল সংখ্যা দুইয়ে নিয়ে যান বাশির (২-০)। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে। দ্বিতীয়ার্ধ ভুটান গোল শোধের জন্য তেড়েফুড়ে খেলতে থাকে। কিন্তু পাকিস্তানের রক্ষণভাগ ভাঙতে পারেনি। উল্টো নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে  প্লেসিং শটে ব্যবধান ৩-০ করেন ফাহিম আহমেদ।

সর্বশেষ খবর