রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

টাইগাররা ঢাকা ছাড়ছে আজ

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপে খেলার উদ্দেশ্যে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত সাড়ে সাতটায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবেন মাশরাফিরা। টাইগারদের লক্ষ্য একটাই, এশিয়া কাপের শিরোপা। কিন্তু বাংলাদেশের সেরা দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালই তো শতভাগ ফিট নন। হাতের ব্যথা নিয়েই খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এশিয়া কাপের আগে তার হাতে অস্ত্রোপচার করার কথা ছিল। কিন্তু দেশের কথা ভেবে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তামিম ইকবালেরও হাতে ব্যথা। তবে দুই ক্রিকেটার শতভাগ ফিট না হলেও তাদের খেলা নিয়ে সংশয় নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘তামিম ও সাকিবের কারও খেলা নিয়েই সংশয় নেই। আমাদের কাছে এমন কোনো খবর নেই, যা শঙ্কার কারণ হতে পারে। সাধারণত, কোনো ক্রিকেটারের ইনজুরি বা সমস্যা থাকলে তা ফিজিওর মাধ্যমে আমাদের কাছে আসে। আমরা তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেই। ফিটনেসে ঘাটতি থাকলে কিংবা ইনজুুরি হলে তা বোঝার চেষ্টা করা হয়। ফিটনেস ঘাটতি কতটা কিংবা ইনজুরির মাত্রাই বা কেমন, তা নিরুপণের পরই আমরা করণীয় স্থির করি। কিন্তু এ ক্ষেত্রে অমাদের কাছে সে অর্থে কোনোই নেতিবাচক খবর নেই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর