সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

হেরেও সেমিতে মালদ্বীপ

ক্রীড়া প্রতিবেদক

হেরেও সেমিতে মালদ্বীপ

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেই দেখা হচ্ছে ভারত ও পাকিস্তানের। ক্রিকেটে দুই দলের খেলা হলে উত্তেজনার শেষ থাকে না। কিন্তু ফুটবলটা ভিন্ন। এখানে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত। তারপরও ভারত-পাকিস্তান লড়াই বলে কথা। গতকাল ভারত গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ২-০ গোলে হারিয়েছে। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনাল নিশ্চিত করল ভারতীয়রা। ভারতের পক্ষে গতকাল গোল দুটি করেছেন নিখিল পুজারি ও মানবীর সিং। এদিকে পরাজিত হয়েও সেমিফাইনাল নিশ্চিত করেছে মালদ্বীপ। শ্রীলঙ্কা ও মালদ্বীপ দুই দলেরই সংগ্রহ ১ পয়েন্ট করে। এমনকি দুই দলের গোল ব্যবধানও সমান (-২)। তবে ফেয়ার প্লেতে অনেক এগিয়ে মালদ্বীপ। তারা গ্রুপ পর্বের দুই ম্যাচে কোনো কার্ডই দেখেনি। অন্যদিকে লঙ্কানরা ছয়টি হলুদ কার্ড দেখেছে। অবশ্য মালদ্বীপ শেষ চারের টিকিট পেয়েছে ‘টস ভাগ্যে’। সবকিছু সমান থেকেও টসে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল পাকির আলির শ্রীলঙ্কা।

 সেমিফাইনালে মালদ্বীপ মুখোমুখি হবে এ গ্রুপের চ্যাম্পিয়ন নেপালের। ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলেছিল মালদ্বীপ। ভারতের কাছে হেরে গিয়েছিল সেবার। দেখা যাক, এবার তারা কতদূর যেতে পারে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর