মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাম্প্রাসকে ছুঁলেন জকোভিচ

ক্রীড়া ডেস্ক

সাম্প্রাসকে ছুঁলেন জকোভিচ

গত প্রায় দেড় দশক ধরে ছেলেদের টেনিসে আধিপত্য বিস্তার করে রেখেছিলেন ফেদেরার, নাদাল ও জকোভিচ। সেই আধিপত্যে এখন ভাগ বসিয়েছেন আরও অনেকে। তবে এখনো যে কোনো টুর্নামেন্টেই ফেবারিটের তকমাটা এই তিনজনের নামের পাশেই থাকে। ইউএস ওপেনে এবার জয় পতাকা উড়ালেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। আগেই বিদায় নিয়েছিলেন রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল। অ্যান্ডি মারেও ছিলেন না দৃশ্যপটে। এই সুযোগে বছরের শেষ গ্র্যান্ডস্লামটা ঘরে তুললেন নোভাক জকোভিচ। ফাইনালে তিনি আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেলপুত্রোকে হারিয়েছেন ৬-৩, ৭-৬ (৭/৪), ৬-৩ গেমে। প্রথম ও তৃতীয় সেটে জকোভিচের কাছে পাত্তাই পাননি দেলপুত্রো। তবে দ্বিতীয় সেটটা বেশ কষ্টে জিতেছেন জকোভিচ। এই জয়ে উইম্বলডনেরই পুনরাবৃত্তি হলো ইউএস ওপেনে। গত জুলাইয়ে উইম্বলডনের ফাইনালেও তিন সেটের এক ম্যাচে হুয়ান মার্টিন দেলপুত্রোকে হারিয়েছিলেন জকোভিচ। নোভাক জকোভিচ ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ডস্লাম ট্রফি জিতেছিলেন ২০০৮ সালে। অস্ট্রেলিয়ান ওপেনে সেবার তিনি হারিয়েছিলেন ফ্রান্সের জো-উইলফ্রেড সঙ্গাকে। অবশ্য এরপর নিজেকে টেনিস কোর্টে প্রতিষ্ঠিত করতে বেশ সময় লেগেছে তার। মূলত ২০১১ সাল থেকেই ফেদেরার ও নাদালের সঙ্গে জোর পাল্লা দিতে শুরু করেন জকোভিচ। গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টগুলোতে ফেদেরার ও নাদালের দ্বৈত আধিপত্য শেষ করে দেন তিনি। রেকর্ডের পর রেকর্ড গড়তে থাকেন। এবারের ইউএস ওপেন জয় করে দারুণ একটা রেকর্ড গড়লেন তিনি। ১৪তম গ্র্যান্ডস্লাম ট্রফি জিতেছেন জকোভিচ। স্পর্শ করেছেন পিট সাম্প্রাসের রেকর্ড। সামনে কেবল ফেদেরার (২০) ও নাদাল (১৭)।

সর্বশেষ খবর