বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সেরেনার সমালোচনায় নাভ্রাতিলোভা

ক্রীড়া ডেস্ক

সেরেনার সমালোচনায় নাভ্রাতিলোভা

সেরেনা উইলিয়ামস ইউএস ওপেনের ফাইনালে চেয়ার আম্পায়ারের সঙ্গে কোর্টে তর্কে লিপ্ত হয়ে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন। পয়েন্ট কাটায় আম্পায়ারকে চোর বলে গালি দিয়েছিলেন সেরেনা। তাছাড়া আম্পায়ারের প্রতি বৈষম্যমূলক আচরণেরও অভিযোগ তুলেছেন তিনি। সেরেনার এই অভিযোগকে সমর্থন করেছেন অনেক টেনিস তারকাই। নোভাক জকোভিচ বলেছেন, সেরেনার আচরণ ঠিকই আছে। তবে তার সমালোচকেরও অভাব নেই। এরই মধ্যে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন চেয়ার আম্পায়ারের পক্ষ নিয়েছে। এবার চেক প্রজাতন্ত্রের ১৮টি গ্র্যান্ডস্লামজয়ী মার্টিনা নাভ্রাতিলোভাও সেরেনার সমালোচনায় মুখর হয়েছেন। ৬১ বছর বয়সী নাভ্রাতিলোভা বলেন, ‘আমাদের চিন্তাই সব সময় ঠিক নয়। আর এ ধরনের আচরণ কোর্টে কখনোই করা উচিত নয়।’ নাভ্রাতিলোভা অবশ্য স্বীকার করেন, সেরেনার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। তবে তিনি বলেন, ‘সেরেনার এভাবে প্রতিবাদ করাটা ঠিক হয়নি।’ প্রতিবাদের ভাষাটা আরও সংযত হতে পারতো বলে মনে করেন নাভ্রাতিলোভা।

সর্বশেষ খবর