বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ক্রোয়েশিয়ার জালে ৬ গোল

ক্রীড়া ডেস্ক

ক্রোয়েশিয়ার জালে ৬ গোল

রাশিয়া বিশ্বকাপে স্পেন বিদায় নিয়েছিল দ্বিতীয় রাউন্ড থেকেই। কিন্তু স্পেন যে বিশ্বকাপে সত্যিই ফেবারিটদের অন্যতম ছিল তার প্রমাণ দিয়ে চলেছে এখনো। ইংল্যান্ডকে কয়েকদিন আগেই হারিয়েছে ২-১ গোলে। এবার বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ৬-০ গোলে। লুইস এনরিকের শুরুটা দারুণ হলো। বিশ্বকাপ ব্যর্থতার পর বার্সেলোনার সাবেক এই কোচকেই দায়িত্ব দেয় স্পেন। বার্সেলোনায় যেমন দুর্দান্ত কয়েকটি মৌসুম কাটিয়েছেন তিনি স্পেনেও হয়ত তেমনি কাটাতে চলেছেন! অন্তত দারুণ সূচনায় তারই ইঙ্গিত দিলেন এনরিকে। গত মঙ্গলবার উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেন সওল, আসেনসিও, রদ্রিগো, রামোস ও ইসকো। এছাড়াও ক্রোয়েশিয়ার কালিনিচ একটি আত্মঘাতী গোল করে দলের পরাজয়ের বোঝা ভারি করেন। স্পেনের বিপক্ষে বিশ্বকাপের প্রায় সব তারকাই ছিল ক্রোয়েশিয়া দলে। মানজুকিচ অবশ্য ছিলেন না। তবে লুকা মডরিচ, আইভান রাকিটিচরা কম কিসে! কিন্তু স্পেনীয় তরুণদের সামনে দাঁড়াতেই পারেনি বিশ্বকাপে ফাইনাল খেলা দলটি। এদিকে গত মঙ্গলবার উয়েফা নেশন্স কাপে জয় পেয়েছে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনাল খেলা বেলজিয়াম। তারা ২-০ গোলে হারিয়েছে আইসল্যান্ডকে। বেলজিয়ামের পক্ষে গোল দুটি করেন ইডেন হ্যাজার্ড এবং রোমেলু লুকাকো। আইসল্যান্ড উয়েফা নেশন্স লিগে প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৬-০ গোলে হেরেছিল। গত মঙ্গলবার এই লিগে জয় পেয়েছে বসনিয়া, ফিনল্যান্ড, হাঙ্গেরি এবং লুক্সেমবার্গও। বসনিয়া ১-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। এর আগে নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল বসনিয়া।

বি লিগের তিন নম্বর গ্রুপে শীর্ষেই আছে তারা। এছাড়াও ফিনল্যান্ড ১-০ গোলে এস্তোনিয়াকে এবং হাঙ্গেরি ২-১ গোলে গ্রিসকে হারিয়েছে। স্যান মেরিনোকে ২-০ গোলে হারিয়েছে লুক্সেমবার্গ। তবে মলদোভার সঙ্গে গোল শূন্য ড্র করেছে বেলারুশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর