শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের অনুশীলনে বিশ্বকাপের ড্যানিয়েল

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংসের অনুশীলনে বিশ্বকাপের ড্যানিয়েল

অনুশীলনে নামার আগে অভিজ্ঞ ফুটবলার রোকনুজ্জামানের সঙ্গে ড্যানিয়েল কলিন ড্রেস

বুধবার গভীর রাতে ঢাকায় আসেন রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন ড্রেস। ড্যানিয়েল এবার বসুন্ধরা গ্রুপের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে পেশাদার লিগ খেলবেন। বৃহস্পতিবার এই তারকা ফুটবলার যোগ দিলেন বসুন্ধরা কিংসের অনুশীলনে।

বিশ্বকাপ খেলেছেন। তাই তাকে ঝালাই করার কিছু নেই। কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রজোন বললেন, ‘ড্যানিয়েল আসায় আমাদের শক্তি অনেক বেড়ে গেল। এতে উপকৃত হবে বাংলাদেশের ফুটবলও। কেননা, যোগ্য ফুটবলাররা তো বিশ্বকাপে সুযোগ পান। তার কাছ থেকে বাংলাদেশের ফুটবলাররা অনেক কিছু শিখতে পারবেন। যা তারা কাজে লাগিয়ে দেশকে ভালো খেলা উপহার দেবেন।’ অনুশীলনে নামতেই ড্যানিয়েলের মুখে হাসি দেখা গেল। বললেন, ‘ফুটবল অনুশীলনের জন্য চমৎকার পরিবেশ ও সুন্দর মাঠ দেখলাম। ঢাকায় আসার পর জেনেছি বসুন্ধরা কিংস শক্তিশালী দল গড়েছে। সত্যি বলতে কী, তা প্রমাণ পেলাম অনুশীলনের প্রথম দিনেই। বেশ কজনকে মনে হয়েছে মানসম্পন্ন ফুটবলার।’ নিজের সম্পর্কে বললেন, ‘বসুন্ধরা কিংসের অফারে বাংলাদেশে খেলতে এসেছি। শিরোপা পাওয়ার আশায় আমাকে আনা হয়েছে। এখনো খেলতে নামিনি। তবে এতটুকু বলব, কিংসের হয়ে সেরাটা দিতে জান-প্রাণ দিয়ে খেলব। আমার বিশ্বাস আমার পারফরম্যান্সে ক্লাব কর্তৃপক্ষ ও দর্শকরা সন্তুষ্ট হবেন।’

কোস্টারিকায় জেনেছি, বসুন্ধরা কিংস এবারই প্রথম বাংলাদেশে প্রফেশনাল লিগ খেলছে। যে মানের দল গড়া হয়েছে তাতে আশা রাখি শুরুতেই ট্রফি উপহার দিতে পারব।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান অনুশীলনে ড্যানিয়েলকে পেয়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন। বললেন, ‘সাফল্য পেতেই এত বড় তারকাকে দলে টেনেছি। বিশ্বাস রাখি শুধু বসুন্ধরা কিংস নয়, ড্যানিয়েলের আগমনে বাংলাদেশের ফুটবলও উপকৃত হবে।’ জাতীয় দলের সাবেক ফুটবলার রোকনুজ্জামান কাঞ্চনের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়ে পেশাদার লিগে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। গতকাল তিনিও ড্যানিয়েলের সঙ্গে অনুশীলন করেছেন। খেলোয়াড়রা ভাগাভাগি করে সংক্ষিপ্ত সময়ে ম্যাচও খেলেছেন। কাঞ্চন বললেন, ‘নিজেকে আমি ভাগ্যবান মনে করছি বিশ্বকাপ তারকার সঙ্গে অনুশীলন করায়।’

সর্বশেষ খবর