শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইউরোপিয়ান ট্রান্সফারে নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ইউরোপিয়ান ট্রান্সফারে নতুন রেকর্ড

সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে ফুটবলকেই ধরা হয়। পৃথিবীর বেশিরভাগ দেশেই এই খেলাটা এক নম্বরে অবস্থান করছে। ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা কোথায় এর কদর নেই! সবখানেই ফুটবল নিয়ে মেতে আছে ভক্তরা। দর্শকদের এমন চাহিদার কারণেই দিনে দিনে এর মূল্য কেবল বেড়েই চলেছে। এবারের ইউরোপিয়ান ট্রান্সফার উইন্ডোর কথাই ধরা যাক। ফিফার এক হিসেবে ইউরোপের সেরা পাঁচ লিগে (লা লিগা, প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, সিরি এ এবং লিগ ওয়ান) গ্রীষ্মকালীন ট্র্যান্সফার উইন্ডোতে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করেছে ক্লাবগুলো। ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি ও ফ্রান্সের ক্লাবগুলো ৪.২১ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে এবারের ট্র্যান্সফার উইন্ডোতে। টাকায় এর পরিমাণ ৩৫ হাজার ১১৭ কোটি প্রায়! এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোই খরচ করেছে ১.৪৪ বিলিয়ন মার্কিন ডলার। শীর্ষ পাঁচ লিগের প্রতিটাতেই খরচের পরিমাণ বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে ইতালিয়ান সিরি এ লিগে। ৭৫ শতাংশ বেশি খরচ করেছে তারা। এক রোনালদোকে দলে নিতেই জুভেন্টাসকে খরচ করতে হয়েছে ১০০ মিলিয়ন ইউরো। ১ জুন থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে ফিফার ২১১টি সদস্য দেশের ১৮২টি দেশের লিগে দলবদল করেছেন ফুটবলাররা। এর মধ্যে মোট খরচের পরিমাণ ৫.৪৪ বিলিয়ন মার্কিন ডলার।

সর্বশেষ খবর