শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মারিয়া-আঁখিদের চোখ শিরোপায়

ক্রীড়া প্রতিবেদক

মারিয়া-আঁখিদের চোখ শিরোপায়

সাফে বাংলাদেশের জাতীয় পুরুষ ফুটবল দল আবারও ব্যর্থ হয়েছে। গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছেন জামাল-মামুনুলরা। হতাশার মাঝেও আশার আলো জাগতে শুরু করেছে। তবে পুরুষ নয়, কিশোরীদের নিয়ে আজ ঢাকায় শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠে মারিয়ারা খেলবে বাহরাইন, আরব আমিরাত, লেবানন ও ভিয়েতনামের বিরুদ্ধে। গত বছর মূল পর্বে খেলেছিল বাংলাদেশ। এবারও মারিয়াদের লক্ষ্য বাছাই পর্ব পেরিয়ে দ্বিতীয় পর্বের খেলা। গতকাল সংবাদ সম্মেলনে মারিয়া ও আঁখি অভিন্ন সুরে বলেছেন, লক্ষ্য আমাদের একটাই, শিরোপা। বাহরাইন ও ভিয়েতনামের মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও, ফুটবলপ্রেমীরা আশা করছেন এবারও কিশোরীরা দেশকে ট্রফি উপহার দেবে। পুরুষরা পারছে না। মেয়েরা চমক দেখিয়েই চলেছে। তাই তাদের ঘিরেই যত সব আশা।

সর্বশেষ খবর