সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বার্সার জয়, রিয়ালের ড্র

ক্রীড়া ডেস্ক

বার্সার জয়, রিয়ালের ড্র

লা লিগার শুরুতেই এবার রিয়াল মাদ্রিদ দুর্দান্ত খেলছিল। বার্সেলোনার কাছে লা লিগার শিরোপা হারানোর পর আবারও তা নিজেদের করে নিতে বদ্ধ পরিকর ছিল লস ব্ল্যাঙ্কোসরা। টানা জয় পেয়ে চলছিল তারা। অন্তত আন্তর্জাতিক ফুটবলের জন্য বিরতির আগে তাই ছিল। বিরতির পর নতুন করে শুরু হতেই পথ হারাল রিয়াল মাদ্রিদ। গত শনিবার বাস্ক অঞ্চলের ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলের ড্র করেছে। ইকার মুনিয়ানের ৩২তম মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল অ্যাথলেটিক বিলবাও। রিয়াল মাদ্রিদ পিছিয়ে ছিল বেশ কিছুক্ষণ। ৬৩তম মিনিটে ইসকোর গোলে সমতায় ফিরে রিয়াল মাদ্রিদ। এদিকে লা লিগায় জয়ের ধারায় ছুটে চলেছে বার্সেলোনা। অবশ্য কাতালানরাও প্রথমে পিছিয়ে পড়েছিল। ১২তম মিনিটে আরিটজ্ ইলোস্টুন্ডোর গোলে এগিয়ে যায় রিয়াল সুসিদাদ। পিছিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় কাতালানরা। তবে লুইস সুয়ারেজ ৬৩তম মিনিটে এবং ওসমান ডেম্বলে ৬৬তম মিনিটে দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। লা লিগায় জয় পেয়েছে ভিয়ারিয়ালও। তারা ১-০ গোলে হারিয়েছে লেগ্যানেসকে। দলের পক্ষে গোলটি করেন কার্লোস বাচ্চা। তবে ড্র করেছে দিয়েগো সিমিওনের দল অ্যাটলেটিকো মাদ্রিদও। ৮৭তম মিনিটে অ্যাইবার সার্গি এনরিচের গোলে এগিয়ে যায়। তবে শেষ মুহূর্তের গোলে বোরহা গার্চেসের গোলে সমতায় ফিরে অ্যাটলেটিকো মাদ্রিদ। এছাড়াও ভ্যালেন্সিয়া গোল শূন্য ড্র করেছে রিয়াল বেটিসের সঙ্গে।

লা লিগায় চার ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ সমান ম্যাচ খেলে দুই পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদ ৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে। লা লিগায় সেল্টা ভিগো অবস্থান করছে তিন নম্বরে। অ্যাথলেটিক বিলবাও আছে চার নম্বরে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর