সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জয়ে শুরু পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক

জয়ে শুরু পাকিস্তানের

এশিয়া কাপের গত আসরটা টি-২০ ফরমেটে হয়েছিল। এবার ওয়ানডে ফরমেটে। গতবার ফাইনালে ভারতের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে এবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েই শুরু করেছে টাইগাররা। জয় দিয়ে শুরু করল পাকিস্তানও। তারা গতকাল হংকংকে ৮ উইকেটে হারিয়েছে। প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের দুরন্ত বোলিংয়ের সামনে ১১৬ রানেই অলআউট হয়ে যায় হংকং। জবাবে মাত্র ২৩.৪ ওভার খেলেই দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। হংকংয়ের ইনিংসে আইজাজ খান (২৭), কিঞ্চিত শাহ (২৬), আনশুমান রাঠ (১৯) ও নিজাকাত খান (১৩) দুই অঙ্কের রান সংগ্রহ করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। দুর্দান্ত বোলিং করেন উসমান খান। তিনি ৩টি উইকেট শিকার করেন। এছাড়াও ২টি করে উইকেট শিকার করেন হাসান আলি ও শাদাব খান। ফাহিম আশরাফ একটি উইকেট নেন। জবাব দিতে নেমে ইনজামাম উল হকের ভাতিজা ইমাম উল হক ৫০ রানের এক দারুণ ইনিংস খেলে পাকিস্তানকে জয়ের পথ দেখিয়ে দেন। এছাড়াও বাবর আজম ৩৩ ও ফখর জামান ২৪ রান সংগ্রহ করেন। ২৩.৪ ওভারে ১২০ রান সংগ্রহ করে পাকিস্তান। হংকংয়ের পক্ষে দুটি উইকেটই শিকার করেন এহসান খান। প্রথম ম্যাচ জিতে সুপার ফোরে খেলার পথে অনেকটা এগিয়েই থাকল পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

হংকং ১১৬/১০ (৩৭.১) ওভার

পাকিস্তান ১২০/২ (২০.৪) ওভার

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর