মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

লিভারপুল-পিএসজি মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

লিভারপুল-পিএসজি মুখোমুখি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের লড়াই শুরু হচ্ছে আজ থেকে। প্রথমদিনেই মুখোমুখি হচ্ছে ফেবারিট লিভারপুল ও পিএসজি। একদিনে মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। অন্যদিকে ব্রাজিলিয়ান তারকা নেইমার। সি গ্রুপের কঠিন বাধা পাড়ি দিতে হলে দুই দলেরই প্রয়োজন জয়। এই গ্রুপে ইতালির নেপোলি এবং সার্বিয়ার রেড স্টার বেলগ্রেডও আছে। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নামছে ফেবারিট বার্সেলোনাও। লিওনেল মেসিদের প্রতিপক্ষ আজ নেদারল্যান্ডসের পিএসভি এইনঢোভেন। বি গ্রুপে বার্সেলোনাকেও এবার বেশ কঠিন লড়াই করতে হবে। এই গ্রুপে ইতালির ইন্টারমিলান এবং ইংল্যান্ডের টটেনহ্যামও আছে। নকআউট পর্ব খেলার জন্য বার্সেলোনার সামনে প্রতিটা ম্যাচই হবে গুরুত্বপূর্ণ। গত মৌসুমে কোয়ার্টার ফাইনাল খেলেই বিদায় নিয়েছিল কাতালানরা। হেরে গিয়েছিল ইতালিয়ান ক্লাব রোমার কাছে। তাও প্রথম লেগে ৪-১ গোলে জয়ের পর! তবে গতবারের দুঃখ ভুলে এবার নতুন করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মিশনে নামছেন মেসিরা। সর্বশেষ ২০১৫ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে বার্সেলোনা। এরপর থেকে টানা তিনবার এই টুর্নামেন্ট জিতেছে রিয়াল মাদ্রিদ। বি গ্রুপের কঠিন বাধা পাড়ি দিতে হলে বার্সেলোনাকে চ্যালেঞ্জে জয়ী হতে হবে প্রতিটা ম্যাচেই। আজ বি গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হচ্ছে ইন্টারমিলান ও টটেনহ্যাম। এছাড়াও এ গ্রুপে মাঠে নামছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ও মোনাকো। এই গ্রুপের অপর ম্যাচে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড মুখোমুখি হচ্ছে বেলজিয়ামের ক্লাব ব্রুগের। ডি গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাব শালকে জিরোফোর ও পর্তুগিজ ক্লাব পোর্তো। এছাড়াও এই গ্রুপে মাঠে নামছে গ্যালাটাসারি-লুকোমোটিভ মস্কো।

সর্বশেষ খবর