বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের মাঠে ফুটবল উম্মাদনা

নিউ রেডিয়্যান্ট আসছে আজ

নীলফামারী প্রতিনিধি

বসুন্ধরা কিংসের হোম ভেন্যু নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাব বনাম বাংলাদেশ বসুন্ধরা কিংস আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ। ওই ম্যাচ খেলতে গতকাল দুপুরে নীলফামারীর এসে পৌঁছেছে বসুন্ধরা কিংস ফুটবল দল। ২৪ সদস্যের ওই ফুটবল দলটি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেলা ২টা ৪০ মিনিটে পৌঁছে সৈয়দপুর বিমানবন্দরে। এরপর তারা যান রংপুরের নর্থভিউ হোটেলে। সৈয়দপুর বিমানবন্দরে জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং সর্বস্তরের মানুষের পক্ষে ফুল দিয়ে বসুন্ধরা কিংস ফুটবলকে শুভেচ্ছা জানানো হয়। এ জন্য জেলা শহর হতে সৈয়দপুর বিমানবন্দরে যায় একটি মোটরসাইকেল শোভাযাত্রা। আজ সকালে প্রিমিয়াম লিগে চারবারের চ্যাম্পিয়ন মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাবের খেলোয়াড়রা দুপুরে নীলফামারীতে পা রাখবেন। এরপর তারাও অবস্থান করবেন রংপুরের ওই হোটেলে। এদিকে আজ বিকালে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ফুটবল দল অনুশীলন করবে। প্রীতি ম্যাচে কিংসের হয়ে খেলবেন রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন ড্রেস ও গাম্বিয়ান স্ট্রাইকার ওসমান জ্যালো। অপর দিকে মালদ্বীপ ফুটবল দলে রয়েছে স্পেনের রুইজ পাজ এঞ্জেল লুইস, তুর্কমেনিয়া আমির গোরবানি ও উগা্লার কিপসন আথুইরে।

সর্বশেষ খবর