বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মেসির হ্যাটট্রিকে বার্সার জয়

ক্রীড়া ডেস্ক

মেসির হ্যাটট্রিকে বার্সার জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমটা দারুণভাবেই শুরু করলেন লিওনেল মেসি। বার্সেলোনা অধিনায়ক গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন। গত মঙ্গলবার লিওনেল মেসির হ্যাটট্রিকে ডাচ ক্লাব পিএসভি এইনঢোভেনের বিপক্ষে ৪-০ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। মেসি গোল করেছেন ৩১, ৭৭ এবং ৮৭ মিনিটে। প্রথম গোলটা করেছেন ফ্রি কিক থেকে। বার্সার পক্ষে অপর গোলটি করেছেন ওসমান ডেম্বলে। লিওনেল মেসি এই হ্যাটট্রিকের মাধ্যমেই ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। এতদিন দুজনেরই ৭টি করে হ্যাটট্রিক ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। এবার মেসির হ্যাটট্রিক হলো ৮টি। এমন হ্যাটট্রিকের পর বার্সা কোচ ভালভার্দে তো বটেই প্রতিপক্ষ দলের কোচ মার্ক ফন বোমেলও মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এদিকে বি গ্রুপের অপর ম্যাচে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের কাছে হেরেছে টটেনহ্যাম। হ্যারি কেইনদের ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা ভালো হলো না নেইমারদের। ফরাসি ক্লাব পিএসজি ৩-২ গোলে হেরেছে লিভারপুলের কাছে। সালাহদের সঙ্গে পারলেন না নেইমার-কাভানিরা। গত মঙ্গলবার ড্যানিয়েল স্টরিজের ৩০তম মিনিটের গোলে এগিয়ে যায় লিভারপুল।

সর্বশেষ খবর