বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

লেবাননকেও উড়িয়ে দিলেন মারিয়ারা

ক্রীড়া প্রতিবেদক

লেবাননকেও উড়িয়ে দিলেন মারিয়ারা

লেবাননের জালে গোল উৎসবে মেতেছেন মারিয়া-তহুরা-আঁখিরা —বাংলাদেশ প্রতিদিন

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে প্রথম দুই ম্যাচ জিতে লেবানন কিছুটা এগিয়েই ছিল। বাংলাদেশের মেয়েদের জন্য ম্যাচটা কঠিন হবে বলেই মনে করেছিলেন অনেকে। কিন্তু সেই লেবানন পাত্তাই পেল না মারিয়া মান্ডাদের কাছে। ৮-০ গোলে উড়িয়ে দিয়ে বাছাই পর্বে এফ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ। গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারে পরের ম্যাচ জিতলেই!

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর হামলে পড়েন মারিয়া মান্ডারা। ১৪তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন সাজেদা। এরপর লাল-সবুজের জার্সি পরা মেয়েদের গোল বন্যার সামনে অসহায় আত্মসমর্পণ করে লেবাননের মেয়েরা। প্রথমার্ধেই আরও চারটি গোল করে বাংলাদেশ। ১৯তম মিনিটে বাংলাদেশের স্ট্রাইকারদের অব্যাহত চাপের কাছে নতি স্বীকার করে আত্মঘাতী গোল করেন লেবাননের ডিফেন্ডার মারিয়া স্লিম। এখানেই শেষ নয়। ২৩তম মিনিটে গোল করেন তহুরা। চার মিনিট পর আবারও দর্শকদের গোলের উৎসবে মাতিয়ে তুলে মেয়েরা। এবার গোল করেন অনাই মগিনি। প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ব্যবধান ৫-০ করেন সাজেদা। বিরতি থেকে ফিরেও গোলের ক্ষুধা শেষ হয়নি মারিয়া মান্ডাদের। একের পর এক আক্রমণ অব্যাহত থাকে তাদের। লেবাননের ডিফেন্স লাইনকে হিমশিম খেতে হয় ম্যাচজুড়ে। দ্বিতীয়ার্ধের প্রথম গোলটা করেন শামসুন্নাহার জুনিয়র। ৪৭তম মিনিটে গোল করেন তিনি। এরপর ৬৩তম মিনিটে আরও একটি গোল করেন শামসুন্নাহার জুনিয়র। এই নিয়ে অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে চারটি গোল করলেন তিনি। দলের পক্ষে গতকাল শেষ গোলটি করেন রোজিনা আকতার। ৭৫তম মিনিটে তিনি দলের অস্টম গোলটি করেন। বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে এফ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন মারিয়া মান্ডারা। সামনে সংযুক্ত আরব আমিরাত ম্যাচ। এরপর শক্তিশালী প্রতিপক্ষ ভিয়েতনাম।

সর্বশেষ খবর