বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মুশফিক বিশ্রামে!

ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে

দুবাইয়ের পাগলপাড়া গরমে অস্থির সবাই। ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানিয়ে নিতে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা! তারপরও দায়িত্ব পালন করতে হচ্ছে। দেশ ও দশের কথা ভেবে খেলতে হচ্ছে ক্রিকেট। দুবাইয়ে শরীর ঝলসানো গরমে ক্রিকেট খেলছেন মাশরাফি, সাকিব, মুশফিকরা। আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। প্রচণ্ড গরমে মানিয়ে নিতে ভর দুুপুরে দুবাই স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করেছে মাশরাফি বাহিনী। সূচির হঠাৎ পরিবর্তনে আফগানদের বিপক্ষে আজকের ম্যাচটি গুরুত্ব হারিয়ে ফেলেছে। সুপার ফোরে খেলার পথে এই ম্যাচটি কোনো প্রভাব থাকছে না। আনুষ্ঠানিকতার ম্যাচ বলে দুই-তিন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রামের কথা ভাবছেন টিম ম্যানেজমেন্ট। আগামীকাল ভারতের বিপক্ষে যেন পূর্ণ বিশ্রাম নিয়ে সেরা দলটাই খেলতে পারে। বিশ্রামের তালিকায় সবার আগের নামটি মুশফিকুর রহিমের। তালিকায় ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও। কিন্তু সবার শেষের নামটি চমকে দেওয়া মতো। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, মাশরাফি ও মুশফিককে বিশ্রাম দেওয়া হচ্ছে আজকের ম্যাচে।

সকালে অনুশীলনের সময় টাইগার অধিনায়ক বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়ার কথা বলেছিলেন। জানিয়েছিলেন, ‘আফগানিস্তান ম্যাচটি গুরুত্ব হারানোয় আমরা বিশ্রামের কথা ভাবিনি। আমরা এমনিতেই কয়েকজনকে বিশ্রাম দিতাম। সেক্ষেত্রে হয়তো মুশফিক বিবেচনায় ছিলেন।’ শ্রীলঙ্কা ম্যাচে পাজরে ব্যথা নিয়ে খেলেছিলেন মুশফিক। খেলেছিলেন ১৪৪ রানের ম্যাচ জেতানো ইনিংস। এরপর গত তিন দিনে শরীরের ক্লান্তি জুড়াতে এবং ব্যথা কমাতে ব্যথানাশক ওষুধও খেয়েছেন। যদিও নিয়মিত অনুশীলন করেছেন দলের সঙ্গে। মাশরাফি নিজের অবস্থান সম্পর্কে জানিয়েছিলেন, শর্ট রান আপে বোলিং করবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর