শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

রোনালদোর লাল কার্ড

ক্রীড়া ডেস্ক

রোনালদোর লাল কার্ড

লিগের চেয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেই ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স খুব ভালো। এই সত্যকে সামনে রেখেই জুভেন্টাসে এসেছিলেন তিনি। রিয়ালের মতো এখানেও সফল হওয়ার ইচ্ছা ছিল তার। দীর্ঘদিন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে জুভেন্টাসও রোনালদোর সহায়তা চায়। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে জুভেন্টাসের জার্সিতে প্রথম ম্যাচেই লাল কার্ড দেখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত বুধবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের ২৯তম মিনিটেই লাল কার্ডের ইশারায় মাঠের বাইরে চলে যান এ পর্তুগিজ তারকা। সামান্য ভুলের কারণেই শাস্তির মুখে পড়তে হলো রোনালদোকে। ডি-বক্সের ভিতরে মাটিতে পড়ে যাওয়া ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার জেইসন মুরিয়োকে চুল ধরে টেনে তুলতে গিয়েছিলেন রোনালদো। এ ঘটনা দেখে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি। ১৫৪টি ম্যাচ খেলেছেন রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর