সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বঙ্গবন্ধু গোল্ড কাপে মাতবে সিলেট

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

বঙ্গবন্ধু গোল্ড কাপে মাতবে সিলেট

বাংলাদেশ-নেপাল প্রীতিম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত হয়েছিল সিলেট জেলা স্টেডিয়াম। ২০১৪ সালের ২৯ আগস্ট সেই ম্যাচে হাজার হাজার দর্শকের চাপে ভেঙে গিয়েছিল গ্যালারির নিরাপত্তাবেষ্টনি। মাঠের মধ্যে ঢুকে পড়েছিলেন হাজার হাজার দর্শক। ফুটবল ঘিরে সিলেটের মানুষের উন্মাদনা দেখে চোখ কপালে ওঠার উপক্রম হয়েছিল বাফুফের। এরপর সিলেটের মাঠে হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ, সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবার বঙ্গবন্ধু গোল্ডকাপের আরেকটি আসরের শুরুটা হচ্ছে সিলেটে। ছয়টি দেশের অংশগ্রহণে এই আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য মুখিয়ে আছেন সিলেটের দর্শকরা। ১ অক্টোবর শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসর। এবার এ টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ফিলিস্তিন, লাওস, ফিলিপাইন, তাজিকিস্তান ও নেপাল অংশগ্রহণ করছে। বাংলাদেশের গ্রুপে পড়েছে লাওস ও ফিলিপাইন। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপপর্বের ছয়টি ম্যাচই সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এজন্য স্টেডিয়ামকে সংস্কার কাজ করা হয়েছে। এই টুর্নামেন্টের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে সিলেট প্রথম বিভাগ ফুটবল লিগ এবং সিলেট আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট। বাফুফের গাইডলাইন মেনে প্রস্তুত করা হয়েছে স্টেডিয়াম। বিশেষ করে মূল মাঠকে মসৃণ করার দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাফুফের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম বলেন, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের মতো বড় টুর্নামেন্টে সিলেট ভেন্যু হওয়া এখানকার প্রেক্ষিতে বড় বিষয়। এই টুর্নামেন্টের জন্য বাফুফের গাইডলাইন অনুসারে জেলা স্টেডিয়ামকে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।’ এদিকে, এই টুর্নামেন্টের প্রচারণা এখনো শুরু হয়নি। শুধু স্থানীয় ক্যাবল সিস্টেমে প্রচারণা চালানো হচ্ছে। তবে দু-একদিনের মধ্যে পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রচারণায় বঙ্গবন্ধু কাপের থিম সং ফোক সম্রাজ্ঞী মমতাজের গাওয়া গানটি এখনই বাজানো হচ্ছে বিভিন্ন স্থানে।

সর্বশেষ খবর