মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

চেনা রূপে রোনালদো

ক্রীড়া ডেস্ক

চেনা রূপে রোনালদো

আগের ম্যাচে উয়েফা চ্যাম্পিয়নশিপ লিগে লাল কার্ড দেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই কার্ডে মানসিকভাবে ধাক্কাও খেয়েছিলেন পর্তুগিজ এই তারকা। তা না হলে তিনি কাঁদলেন কেন? যাক লাল কার্ডের ধাক্কার প্রভাব পড়েনি ইতালিয়ান লিগে। রবিবার ফ্রেসিনোরোকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে জুভেন্টাস। শুধু তাই নয় জয়ের নায়ক রোনালদোকেই বলা যায়। প্রথম গোল আসে তার পা থেকেই। পরেরটাও সহযোগী ছিলেন। প্রথমার্ধে অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে গোল না পাওয়ায় জুভেন্টাসের পয়েন্ট হারানোর শঙ্কাও জেগে উঠেছিল। দ্বিতীয়ার্ধে উজ্জীবিত খেলা খেলেই পুরো পয়েন্ট সংগ্রহ করে জুভেন্টাস। অতিথি হয়ে খেলতে নামা রোনালদোর। আট মিনিটেই এগিয়ে যেতে পারত। ডান দিক থেকে কুয়াদরাদোর বাড়ানো ক্রস মান জুকিভিচ হেড করে নামিয়ে দেওয়ার পর রোনালদোর শট গোলরক্ষকের গ্লাভস ছুয়ে জালের দিকেই এগুচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা রুখে দেন কাপুয়ানো। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে গোল পাচ্ছিল না জুভেন্টাস। ৫৮ মিনিটে রোনালদোর আরেকটি প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। চার মিনিট পর রোনালদোর ব্যাক হিল ফিরে আসলে জুভেন্টাসের হতাশা বেড়ে যায়। শেষ পর্যন্ত ৮১ মিনিটে বাঁ পায়ের শটে কাঙ্ক্ষিত গোল এনে দেন পর্তুগিজ তারকাই। লিগে এটি তার তৃতীয় গোল। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে প্রতিপক্ষের ভুলে পেয়ে যাওয়া বল রোনালদো ঠেলে দেন পিয়ানিচকে। বসনিয়ার এই মিডফিল্ডারের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বের্নারদেস্কি গোল করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর