মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফুরফুরে মেজাজে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে

ফুরফুরে মেজাজে টাইগাররা

দুবাই থেকে আবুধাবির দূরত্ব ১৩৯ কিলোমিটার। ট্যাক্সিতে সময় লাগে সোয়া ঘণ্টা। রবিবারের আগেও দূরত্বটিকে মনে হচ্ছিল হাজার মাইল। অথচ মুস্তাফিজ জাদু এবং মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসের সময়ের সেরা ব্যাটিংয়ে ভোজবাজির মতো পাল্টে গেছে সবকিছু। এখন দুবাই আর আবুধাবির দূরত্বকে মনে হচ্ছে শুধুই কাগজের কলমের হিসাব! রবিবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ৩ রানের রোমাঞ্চকর জয়ের পর পুরনো ছন্দে ফিরেছে টাইগার শিবির। আত্মবিশ্বাসে ফুটছে সবাই। মাখদুম নদীর পাড় ঘেঁষা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পা রাখতেই মনে হলো যেন প্রাণে ভরপুর। রাতের ধকল কাটিয়ে বেশ ফুরফুরে মেজাজে। বিশ্রাম বলে এদিক-ওদিক ঘোরাঘুরি করছেন ক্রিকেটাররা। এশিয়া কাপে অংশ নেওয়ার আগে এমন আনন্দেই থাকতে চেয়েছিলেন ক্রিকেটাররা। টানা দুই ম্যাচে গোহারা হারের পর পাল্টে গিয়েছিল সব। এখন আবার ফিরে এসেছে সেই রূপ, সেই জৌলুস। রূপ ও জৌলুস ফেরানোর নায়ক একজন নন, তিন জন-মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও ইমরুল কায়েস। শেষ ওভারের জাদুতে ম্যাচ যদি জেতান মুস্তাফিজ, তাহলে জয়ের ভিত গড়ে দিয়েছেন দুই নায়ক মাহমুুদুল্লাহ ও ইমরুল। শেষ ওভার ৪ রান দিয়ে রোমাঞ্চকর ম্যাচ জিতিয়েছেন মুস্তাফিজ। ইমরুল ৭২ রানের ইনিংস খেলে জয় করেছেন সব ভয়। ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল্লাহ ৭৪ রান, একটি উইকেট ও দুটি ক্যাচ নিয়ে। ম্যাচ সেরা হয়েও মাহমুদুল্লাহ জয়ের সব কৃতিত্ব দিয়েছেন মুস্তাফিজকে অবিশ্বাস্য ওভারের জন্য। শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিলেন মাহমুদুল্লাহরা। এরপর হঠাৎ সুর, তাল, লয় হারিয়ে ফেলেন। রশীদ, মুজিবদের বিপক্ষে ছন্দ হারিয়ে হার মানে ১৩৬ রানের পর্বতসমান ব্যবধানে। সেই ধাক্কা সামলে উঠার আগেই এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে হারে ৭ উইকেটে। টানা হারে বিপর্যস্ত ও টালমাটাল ব্যাটিং লাইনকে শক্তিশালী করতে ঢাকা থেকে উড়িয়ে আনে ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে। টিম ম্যাজেমেন্টের এমন সিদ্ধান্ত জন্ম দেয় বিস্ময়ের। তার ওপর আফগানদের বিপক্ষে দুই ব্যর্থ ওপেনারকে রেখে একাদশ সাজানোর সিদ্ধান্তে অবাক হন সবাই। কিন্তু ম্যাচ জেতায় সব সমালোচনা শেষ হয়ে প্রশংসায় ভাসছে টাইগাররা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর