শিরোনাম
বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্রাজিলের বিপক্ষে নেই মেসি

ক্রীড়া ডেস্ক

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে লড়াই অথচ আর্জেন্টিনার হয়ে মাঠে দেখা যাবে না লিওনেল মেসিকে। দলের অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি জানান, আগামী মাসে ব্রাজিল ও ইরানের বিপক্ষে পাওয়া যাবে না মেসিকে। আমরা তার সঙ্গে যোগাযোগ করেছি। বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তাকে খুব প্রয়োজন ছিল। কিন্তু মেসিকে ব্যস্ত থাকতে হবে বার্সার টাইট শিডিউলে। তাহলে কি মেসি আর্জেন্টিনা জাতীয় দলে আর খেলবেন না। স্কলোনি বলেন, এমন ভাবাটা ঠিক হবে না। দেশের হয়ে সবাই খেলতে চায়। কিন্তু ব্যস্ততা থাকলে কী আর করার আছে। কোচ বলেন, ফুটবলাররা অবশ্যই জাতীয় দল থেকে অবসর নেন। মেসিও নেবেন। কিন্তু সেই সময় এখনো আসেনি তার। দেশকে অনেক কিছুই দেওয়ার আছে মেসির। বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর আর্জেন্টিনা দলের হয়ে খেলার আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাই গুঞ্জন উঠেছে তিনি নীরবেই সরে যাচ্ছেন। যদিও মেসি এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। কিন্তু তার নীরবতায় অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ১২ অক্টোবর ইরাক ও ১৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

সর্বশেষ খবর