শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাতীয় দলই খেলবে বঙ্গবন্ধু গোল্ডকাপে

ক্রীড়া প্রতিবেদক

জাতির জনকের নামকরণে টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপ। ১৯৯৬ সাল থেকে ফুটবলে আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়ে আসছে। ২২ বছরে চার বার আসর গড়িয়েছে। অথচ বঙ্গবন্ধু গোল্ডকাপে জাতীয় দলের দেখা মিলেছে কমই। এ নিয়ে বিতর্ক কম হয়নি। ১ অক্টোবর সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসরের পর্দা উঠবে। প্রশ্ন উঠেছে এবারও কি নিম্ন সারি বা ক্লাব ভিত্তিক দল আসছে?

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, এবার জাতীয় দলগুলোই অংশ নেবে। ফিফা বিষয়টি নিয়ে অবগত। সুতরাং সিদ্ধান্ত বদল হলে ফিফা নিশ্চয় ছেড়ে কথা বলবে না। যে তালিকা পাঠানো হয়েছে তাতে জাতীয় দলই লেখা আছে। আশা করি ছয় দেশের জাতীয় দলই এবার বঙ্গবন্ধু গোল্ডকাপে লড়বে। এবারের আসরে ছয় দেশের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে ফিলিস্তিনই এগিয়ে। মধ্যপ্রাচ্যের এ দেশটির অবস্থান ১০০ নম্বরে। তারপরই ১১৪ র‌্যাঙ্কিং ফিলিপাইনের। তাজিকিস্তান ১২০, নেপাল ১৬০, লাওস ১৭৯ ও বাংলাদেশ সবার নিচে ১৯৩ নম্বরে। টুর্নামেন্টে ফিলিস্তিনকে ধরা হচ্ছে হট ফেবারিট। জাতীয় দল পাঠালে তাদেরই শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের গ্রুপে আছে ফিলিপাইন ও লাওস। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও দল হিসেবে ততটা ভয়ঙ্কর নয়। তাই বাংলাদেশ যোগ্যতার পরিচয় দিতে পারলে সেমিতে খেলতে পারবে।

সর্বশেষ খবর