রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিশ্ব মিডিয়ায় প্রশংসার ঝড়

রাশেদুর রহমান

বিশ্ব মিডিয়ায় প্রশংসার ঝড়

লিটন দাসের এমন চোখ ধাঁধানো ব্যাটিংয়ের পর মাশরাফি-মুস্তাফিজ-রুবেলের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। ইনিংসের শেষ বল পর্যন্ত ঠোঁট কামড়ে জয়ের অপেক্ষা করেছেন সমর্থকরা। কিন্তু আবারও শেষ বলের লড়াইয়ে দুর্ভাগ্যের শিকার হলো টাইগাররা। ভারতের কাছে হেরে বঞ্চিত হলো এশিয়া কাপের প্রথম শিরোপা থেকে। তবে ফাইনাল জিততে না পারলেও বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট দুনিয়া। কেউ টাইগারদের অনমনীয় ক্রিকেট দেখে মুগ্ধ। কেউ বা মাশরাফির অধিনায়কত্বে বিমোহিত। লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি দেখে বাহবা দিয়েছেন অনেকে। আবার তার বিতর্কিত আউট নিয়েও সরব সমালোচনা করেছেন। সবমিলিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ হারলেও অনেক অর্জন নিয়ে দেশে ফিরছে।

আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের হার না মানা ফাইনাল নিয়ে বেশ আলোচনা হয়েছে। বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ জেতা ভারতেও এই নিয়ে আলোচনা কম হয়নি। কলকাতার বাংলা দৈনিকগুলোতে লিটন দাসের প্রশংসা হয়েছে সবচেয়ে বেশি। এবেলা পত্রিকায় লিটন দাসকে নিয়ে এক প্রতিবেদনে লেখা হয়, ‘এশিয়া কাপ ফাইনালে ঝলসে উঠল লিটন দাসের ব্যাট। ১১৭ বলে জীবনের সর্বোচ্চ ১২১ রান করে থামেন বাংলাদেশের ওপেনার। শেষ পর্যন্ত তিনি যদি ক্রিজে থাকতেন তাহলে বাংলাদেশ আরও বেশি রান করতেই পারত।’ বাংলাদেশ আরও কিছু রান সংগ্রহ করতে পারলে এশিয়া কাপটা নিয়েই বাড়ি ফিরতে পারতো। তবে তা আর হয়নি। আনন্দবাজার এক বিশেষ প্রতিবেদনে লিখেছে, ‘ম্যাচের শুরুতে অবশ্য তিরিশ শতাংশ দর্শকের সামনেই চাপা পড়ে গিয়েছিল ভারতীয় দর্শকদের আওয়াজ। তখন মাঠ দাপিয়ে খেলছেন লিটন। বাংলাদেশের পতাকা আর গায়ে বাঘ আঁকা দর্শকরা হুঙ্কার তুলছেন গ্যালারির নানা জায়গা থেকে। পর পর কয়েকটা উইকেট পড়লেও সেই আওয়াজের ডেসিবল মাত্রা কমেনি।’ আনন্দবাজারের প্রতিবেদনেই উঠে এসেছে, লিটন দাস কীভাবে একজন ক্রিকেটার হয়ে উঠেন। ক্রিকেটে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অবদানই বা কতটুকু। কেবল লিটন দাসই নয়, পুরো দলেরই প্রশংসায় পঞ্চমুখ বিদেশি মিডিয়া। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন তো বলেই দিলেন, ‘লিটনের আউটটা ঠিক ছিল কি না আমি নিশ্চিত নই।’ যাদবের বলে ধোনির স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফিরেন সেঞ্চুরিম্যান লিটন। কিন্তু তার পা নির্ধারিত সীমার মধ্যে ছিল বলেই মনে হচ্ছিল রিপ্লেতে। এছাড়াও টুইটারে বাংলাদেশকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন অনেকেই। ভারতীয় সাবেক ক্রিকেটারদের মধ্যে অনেকেই টাইগারদের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন। কেউ কেউ অল্পের জন্য জয় হাতছাড়া হওয়ায় সহানুভূতি জানিয়েছেন। ভারতের সাবেক ক্রিকেটার লক্ষণ বলেন, ‘দারুণ লড়াইয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন।’ এক টুইটে সাবেক ইংলিশ ক্রিকেটার ইয়ান পন্ট রুবেলের প্রশংসা করে লিখেছেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত রুবেল।’ আইসিসি টুইট করেছেন, ‘সে পরাজিত দলের হতে পারে। তবে তার ১২১ রান তাকে ম্যাচসেরা করেছে। অভিনন্দন লিটন দাস।’ এভাবেই বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করেছে সারা দুনিয়া। এমনকি ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিও বাদ থাকেননি। তিনি বাংলাদেশের প্রশংসা করে লিখেছেন, ‘দারুণ লড়াইয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন।’

সর্বশেষ খবর